বিজেপির ভালো ফল নিয়ে কর্মীদের সতর্ক করলেন অভিষেক, দিলেন দাওয়াই

বিজেপির ভালো ফল নিয়ে কর্মীদের সতর্ক করলেন অভিষেক, দিলেন দাওয়াই

জলপাইগুড়ি: মঙ্গলবার ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানের জনসভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ তো করেইছেন, তবে উলটো দিকে নিজের দলের কর্মীদেরও সতর্ক করেছেন। জানিয়েছেন, উত্তরবঙ্গে বিজেপির ভালো ফলের জন্য তাদের কোনও কৃতিত্ব নেই বরং ওই ফলের দায় তৃণমূলেরই।

আরও পড়ুন- ফুচকা বানিয়ে বাচ্চাদের খাওয়ালেন মমতা, পাহাড়ে অন্য ছবি

অভিষেকের বক্তব্য, মানুষ এখনও তৃণমূলকে চায়। কিন্তু তাঁদের কাছে পৌঁছতে অক্ষম স্থানীয় নেতারা। তবে আগামী দিনে সেই সমস্যা মেটাতে হবে। তৃণমূল নেতা দাবি করেন, পরবর্তী ছয় মাসে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনহাটার মানুষ অন্য তৃণমূল কংগ্রেসকে দেখবে। কী ভাবে কী করতে হবে তার জন্য আলাদা বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কারা কারা পঞ্চায়েত ভোটে টিকিট পাবেন সেটারও একটা ইঙ্গিত আজ দিয়ে রেখেছেন তিনি। বলেন, মানুষের হয়ে কাজ করতে হবে। মানুষ যাদের সার্টিফিকেট দেবে তারাই পাবে টিকিট। মানুষের কাজ করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস, স্পষ্ট জানান অভিষেক। একই সঙ্গে তিনি এও দাবি করেন, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মানুষের মনে তৃণমূলের জন্য এখনও ভালবাসা আছে। তিনি জনসভায় আসার আগে এক হাটে নেমেছিলেন। সেখানেই বুঝতে পেরেছেন, জানান নেতা।

এছাড়া অভিষেক আরও জানান, তাঁর এই উত্তরবঙ্গ শব্দে আপত্তি রয়েছে। সংবাদমাধ্যমে বারবার এই শব্দ বলা হয়। তিনি বারাকপুর, হলদিয়া, ডায়মন্ড হারবারে সভা করলে বলে হয় না দক্ষিণবঙ্গ সফর, কিন্তু দিনহাটা, জলপাইগুড়ি এলেই বলা হয় উত্তরবঙ্গ, এটা ঠিক নয় বলেই মত তাঁর। অভিষেকের কথায়, দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কিছু নেই, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *