হাবড়া: বোমা বিস্ফোরণে গুরুতর জখম মাঝবয়সী মহিলা। চাঞ্চল্য হাবড়ায়। বাড়িতে বোমা মজুত করেছিল জখম প্রৌঢ়র ছেলে এমনটা পুলিশের প্রাথমিক অনুমান।
ঘটনাটি ঘটে শনিবার রাতে হাবড়ার নগরথুবা পদ্মার পাড় এলাকায়। জখম মহিলার নাম গীতা মজুমদার (৫৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে হাবড়ার শ্রীনগর এলাকায় দুই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি এবং বোমাবাজির ঘটনায় এখনও পলাতক বেশ কয়েকজন অভিযুক্ত । তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত এদিন বোমায় জখম হওয়া মহিলার ছেলে প্রবীর মজুমদার।
বাড়িতেই শনিবার রাতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বাথরুমে থাকা একটা কাঁচের পাত্র খুলতে গেলেই ঘটে বড়সড় বিপত্তি ।বিকট শব্দে বিস্ফোরণ – ছুটে আসে এলাকার লোকজন ।সঙ্গে সঙ্গে স্থানীয়রা জখম মাঝ বয়সী প্রৌঢ়কে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন।দেখা যায় বৃদ্ধার চোখে-মুখে-হাতে -পায়ে একাধিক জায়গায় বোমার আঘাত লেগেছে ।হাবড়া হাসপাতাল থেকে তাকে প্রাথমিক চিকিৎসা পর কলকাতায় স্থানান্তরিত করা হয়।
এই মুহূর্তে মহিলা মধ্যমগ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা যায়,হাবড়া শ্রীনগর বোমা- গুলি কাণ্ডের পর থেকে ফেরার গীতা দেবীর ছেলে প্রবীর মজুমদার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাঝে মাঝেই পুলিশ প্রবীরের খোঁজে নগরথুবার এই মজুমদার বাড়িতে হানা দিতেন।তারই মধ্যে আজ প্রবীরের বাড়িতে এই বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্কের পরিবেশ এলাকায় ।রয়েছে পুলিশি নজরদারি।