১৯৬৬ থেকে ২০১৯: টানা দু’দিনের ধর্মঘট ডেকে নজির বামেদের

কলকাতা: রাজ্যে ধর্মঘট একশোরও বেশি হয়েছে। কিন্তু টানা দু’দিনের ধর্মঘটের নজির রাজ্যে অতীতে মাত্র দু’টি আছে। শেষ দু’দিনের ধর্মঘটটি হয়েছিল প্রায় ৫২ বছর আগে ১৯৬৬ সালে। আগামী ৮ ও ৯ জানুয়ারি শ্রমিক সংগঠনগুলি সারা দেশে দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গে তা হলে তৃতীয়বার টানা দু’দিনের ধর্মঘট হবে। ২০১৩ সালের ২০-২১ ফেব্রুয়ারি গোটা দেশের সঙ্গে এ

১৯৬৬ থেকে ২০১৯: টানা দু’দিনের ধর্মঘট ডেকে নজির বামেদের

কলকাতা: রাজ্যে ধর্মঘট একশোরও বেশি হয়েছে। কিন্তু টানা দু’দিনের ধর্মঘটের নজির রাজ্যে অতীতে মাত্র দু’টি আছে। শেষ দু’দিনের ধর্মঘটটি হয়েছিল প্রায় ৫২ বছর আগে ১৯৬৬ সালে। আগামী ৮ ও ৯ জানুয়ারি শ্রমিক সংগঠনগুলি সারা দেশে দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গে তা হলে তৃতীয়বার টানা দু’দিনের ধর্মঘট হবে।

২০১৩ সালের ২০-২১ ফেব্রুয়ারি গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও দু’দিনের টানা ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠনগুলি। একেবারে শেষ সময়ে দ্বিতীয় দিনের ধর্মঘট শুধু পশ্চিমবঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয়। ধর্মঘটের দ্বিতীয় দিনটি ২১ ফেব্রুয়ারি হওয়ায় ভাষা দিবসের অনুষ্ঠান পালনের কারণ দেখিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়। খাদ্য আন্দোলনের সমর্থনে বামপন্থী দলগুলি ১৯৬৬ সালের ২২-২৩ সেপ্টেম্বর ধর্মঘট ডেকেছিল। এর আগেও একবার রাজ্যে টানা দু’দিনের ধর্মঘট হয়েছিল ১৯৫৩ সালের ২৩ ও ২৪ জুন। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীরে রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে জনসঙ্ঘ এই ধর্মঘট ডেকেছিল। আগামী ৮ ও ৯ জানুয়ারি শ্রমিক সংগঠনগুলি গোটা দেশে টানা দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারি নির্দেশিকা খতিয়ে দেখে পাওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১১৬ বার ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। এই হিসেবের মধ্যে অবশ্য শুধু রাজ্যের পাশাপাশি দেশব্যাপী ডাকা ধর্মঘটগুলিও আছে। দু’টি ধর্মঘট দু’দিনের হওয়ার কারণে ধর্মঘটের মোট দিনের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twelve =