Aajbikel

আদালতে টেট পাশের নথিই দেখাতে পারেনি, বাতিল ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি

 | 
শিক্ষক

কলকাতা: হাই কোর্টের নির্দেশ এসেছিল আগেই। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হল৷  হাই কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি৷  হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ আগেই দিয়েছিল। সূত্রের খবর, শুক্রবার রাতেই ডিপিএসসির চেয়ারম্যানদের কাছে পর্ষদের চিঠি পৌঁছে গিয়েছে। ওই চিঠিতেই ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ, ২০১৪ ও ২০১৭ সালের টেটে অবৈধ ভাবে তাঁরা চাকরি পেয়েছিলেন৷ এরপরই হাই কোর্টে মামলা দায়ের করা হয়। জানা গিয়েছে, এই ৯৪ জন প্রার্থী আদালতে টেট পাশের নথিই দেখাতে পারেননি।

শিক্ষক নিয়োগের মামলার তদন্তে নেমে সিবিআই ৯৬ জন প্রার্থীর টেট পাশ করা নিয়ে সংশয় প্রকাশ করেছিল। সিবিআই যে ৯৬ জন শিক্ষকের তালিকা তৈরি করেছিল, তার মধ্যে ৯৪ জনই টেট পাশ করেননি বলে অভিযোগ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে তিনি ডিপিএসসি মারফত ওই ৯৬ জনকে পর্ষদ ডেকেও পাঠান। এরমধ্যে ৯৫ জন হাজিরা দেন৷ তবে ৯৪ জনই টেট পাশের যথাযোগ্য নথি দেখাতে ব্যর্থ হয়। এই মামলায় ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত।

Around The Web

Trending News

You May like