Aajbikel

বাতাসে বিষ কোন্নগরে, স্বাভাবিকের থেকে ৯ গুণ বেশি দূষণ!

 | 
বাজি

কলকাতা: আদালতের নির্দেশ উপেক্ষা করেই দীপাবলির রাতে দেদার বাজি পুড়েছে দেশজুড়ে৷ বাদ যায়নি এ রাজ্যও৷ দূষিত শহরের তালিকায় এমনিতেই নাম লিখিয়েছে কলকাতা৷ এবার দূষণের গ্রাসে হুগলি! শব্দ ও বায়ু দূষণের দাপটে ভয়াবহ পরিস্থিতি কোন্নগর৷

দূষণের শিকার কচিকাঁচা থেকে বয়স্করা। রবিবার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা জেলার একাধিক জায়গায় দূষণ পরিস্থিতি নিয়ে সমীক্ষা চালিয়েছিল। তাতেই উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। কালীপুজোর রাতে দূষণের হার এই জেলাতেই সর্বোচ্চ কি না, তা এখনও স্পষ্ট নয়। সমীক্ষায় পাওয়া তবে তথ্য বলছে, দীপাবলির পর কোন্নগর ও হিন্দমোটরের একাধিক জায়গায় বাতাসে ক্ষতিকারক সূক্ষ্মাতিসূক্ষ্ম কণা (পি এম ২.৫) ছিল প্রতি ঘনমিটারে ৫১০ থেকে ৫২২ মাইক্রোগ্রাম। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৯ গুণ বেশি। তবে শুধু এই এলাকা নয়, অন্যান্য শহর ও গ্রামাঞ্চলেও সন্ধ্যা থেকে বেপরোয়া আতশবাজির দাপট দেখা গিয়েছে৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শব্দবাজির দৌড়াত্ব। কোন্নগরের পাশাপাশু উত্তরপাড়া, বেগমপুর, রিষড়া, চুঁচুড়া, পোলবা, দাদপুর, মগরা ও পাণ্ডুয়ার মতো এলাকাতেও বাতাসের কমবেশি একই হাল। চকোলেট বোমার মতো নিষিদ্ধ শব্দবাজিকে আটকানো সম্ভব হয়নি৷ পাশাপাশি রংমশাল, তুবড়ি, শেল ফেটেছে মুহূমুর্হু৷  ধোঁয়ায় ঢেকেছে আকাশ৷ যদিও পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

Around The Web

Trending News

You May like