হাওড়া: ফিল্মি কায়দায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ন’লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বাঁকড়ায়৷ সোমবার দুপুরে হাওড়ার বাঁকড়ার সলপ মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওয়াইন শপের টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে৷ ব্যাগে ছিল প্রায় দশ লক্ষ টাকা। রাস্তায় ধস্তাধস্তির সময় একটি এক লক্ষ টাকার নোটের বান্ডিল পড়ে যায়। সেটি এক ব্যক্তির থেকে উদ্ধার হলেও বাকি ৯ লক্ষ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দুপুর পর্যন্ত বাঁকড়া আউট পোস্ট ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশের দাবি। তবে, সিসিটিভির সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
জানা গিয়েছে, ওই ওয়াইন শপে এদিন বিক্রি-বাট্টার পর ওই টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন সেখানকারই কর্মী। আগে থেকেই তাঁকে ফলো করেছিল দুষ্কৃতীরা। অভিযোগ, এলাকারই এক ব্যক্তি টিপার হিসেবে কাজ করেছেন এই ঘটনায়। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ওই ছিনতাই হয়। এই ঘটনায় এলাকায় পরিচিত কারও হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় ওই ‘টিপার’ সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।