করোনার পর মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাসে আক্রান্ত বহু

বাংলায় করোনার পরিস্থিতি মোটেই ভালো নয়। ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বাদ নিয়ে মুর্শিদাবাদ। সেখানেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে যোগ হয়েছে ক্রাব টাইফাস। মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাস এক সপ্তাহে নয় জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। 

 

বহরমপুর:  বাংলায় করোনার পরিস্থিতি মোটেই ভালো নয়। ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বাদ পড়েনি মুর্শিদাবাদ। সেখানেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে যোগ হয়েছে ক্রাব টাইফাস। মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাস এক সপ্তাহে নয় জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন-আমাকে মুক্তি দিন! বেড থেকে রাস্তায় করোনা আক্রান্ত রোগী, প্রশ্নে মেডিক্যাল

বর্ষাকালে ঝোপঝাড় বা জঙ্গলে থাকা এক ধরনের পোকা থেকে স্ক্রাব টাইফাস হয়। মুর্শিদাবাদে কয়েকদিন আগেই দুই জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে পাঁচ শিশু সহ মোট নয় জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন। সকলের চিকিৎসা মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা বছর ছয়েকের এক শিশু। বাকিরা বহরমপুর, ভগবানগোলা, রানীতলা ও নবগ্রামের বাসিন্দা।

আরও পড়ুন- করোনা চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতি, কাটমানি কোথায়? শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার পর পরই জ্বর আসে। অনেক সময় শরীরে তাপমাত্রা ১০৩ ডিগ্রির ওপরে উঠে যায়। এছাড়াও বমি, গায়ে হাত-পা ব্যাথা থাকে। সারাক্ষণ ক্লান্তিভাব লেগে থাকে। ঠোঁট লাল হয়ে যায় বলে জানা গিয়েছে। সারা শরীরে ছ্যাঁকার দাগের মতো দাগ হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেওয়া প্রয়োজন। চিকিৎসার দেরি হলে অনেক সময় মানুষেক মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকরা জানিয়েছে, পাঁচ দিনে জ্বর না কমলে ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গুর পাশাপাশি স্ক্রাব টাইফাসে পরীক্ষা করাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =