১৪ বছরের রেকর্ড ভাঙল আষাঢ়ে গরম

কলকাতা: গত ১৪ বছরের রেকর্ড ভাঙল আষাঢ়ে গরম৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস৷ গরমের অস্বস্তি আরও বাড়িয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস৷ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হলেও লাফিয়ে বাড়াছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ৷ আপাতত দক্ষিণবঙ্গে ভাতী বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷ দক্ষিণবঙ্গে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস৷ আগামী দু’দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কিছু

১৪ বছরের রেকর্ড ভাঙল আষাঢ়ে গরম

কলকাতা: গত ১৪ বছরের রেকর্ড ভাঙল আষাঢ়ে গরম৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস৷ গরমের অস্বস্তি আরও বাড়িয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস৷ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হলেও লাফিয়ে বাড়াছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ৷

আপাতত দক্ষিণবঙ্গে ভাতী বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷ দক্ষিণবঙ্গে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস৷ আগামী দু’দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কিছু কমবে৷ তবে, আর কিছুক্ষণের মধ্যে হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ উত্তবঙ্গে জুনের ঘাটতি মিটিয়ে স্বাভাবিক বর্ষণ বলে জানানো হয়েছে৷ ১৫ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৯ শতাংশ৷ কলকাতায় ৭২ শতাংশ, হওড়ায় ৭৭ শতাংশ বৃষ্টির ঘাটতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =