এবার কয়লাকাণ্ডে তৎপর ইডি, ৮ আইপিএস অফিসারকে দিল্লিতে তলব

এবার কয়লাকাণ্ডে তৎপর ইডি, ৮ আইপিএস অফিসারকে দিল্লিতে তলব

c1d73de0233825689a83e24456b895b1

কলকাতা: গরুপাচার মামলার পর কয়লাকাণ্ডে তৎপরতা তুঙ্গে৷ কয়লাকাণ্ডে এবার আটজন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ ১৫ অগাস্টের পরে দিল্লিতে হাজিরা দিতে হবে তাঁদের৷ পৃথক পৃথক দিনে তাঁদের ডেকে পাঠানো হয়েছে৷

গরুপাচার মালায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরেই কয়লা কাণ্ডে জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিং, তথাগত বসু, ভাস্কর মুখোপাধ্যায়, সেলভা মুরুগান সহ ৮ জন আইপিএস অফিসারকে তলব করা হয়৷ উল্লেখ্য বিষয় হল, এঁরা সকলেই বিভিন্ন সময় বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল জোনে কাজ করেছেন৷ কয়লাপাচার মামলার মূল জায়গা এই অঞ্চলগুলিই।

ইডি সূত্রে খবর, কয়লা মাফিয়াদের জিজ্ঞাসাবাদের পর এই আইপিএস অফিসারদের নাম উঠে এসেছে৷ সেই সূত্র ধরেই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। প্রসঙ্গত, জ্ঞানবন্ত সিং যখন এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন সেই সময়েও তাঁকে দিল্লিতে ডেকে বয়ান রেকর্ড করেছিল ইডি৷ ডাকা হয়েছিল আইপিএস অফিসার সুকেশ জৈনকে। এবার একসঙ্গে আট আইপিএস আধিকারিককে তলব করল ইডি। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নজরে রয়েছে আর্থিক লেনদেন৷ 

কয়লা ও গরু পাচার মামলায় অতীতে ইডি এবং সিবিআই বারবার আদালতে বলেছিল, পাচারকারী, রাজনৈতিক নেতা, পুলিশ, ইসিএল এবং বিএসএফের মধ্যে বোঝাপড়া ছাড়া দিনের পর দিন এই ধরনের কাজ চালানো সম্ভব নয়। তদন্তকারীদের দাবি,  এই পাচারের জাল অনেকদূর পর্যন্ত বিস্তৃত। সেই সূত্রেই এদিন আট অফিসারকে তলব করল ইডি।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জ্ঞানবন্ত সিং সহ আটজন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করেছে ইডি৷ ২২ তারিখ থেকে পর পর ডাকা হবে তাঁদের৷ এই তথ্য আমার কাছে এসেছে৷ বাকিদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত৷ এঁরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়৷ বহু মায়ের চোখের জল আছে৷ তিনি আরও বলেন, আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রামে ২০০-র বেশি বিরোধী দলের ছেলেদের বিরুদ্ধে মিথ্যে গাঁজার মামলা দেওয়া হয়েছে৷ যে সকল অফিসার অনুব্রত কুকর্মের সহযোগী ছিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক৷ তৃণমূল কংগ্রেসের মাতব্বরদের সঙ্গে আধিকারিকরাও যুক্ত রয়েছে৷