Aajbikel

হাই কোর্টে আজ ‘পঞ্চায়েত ভোট’! একদিনেই ৭৩টি ভোট-মামলার শুনানি

 | 
হাইকোর্ট

 কলকাতা: ভোট পর্ব মিটেছে৷ কিন্তু, পঞ্চায়েত ভোট নিয়ে মামলার স্রোত এখনও বয়ে চলেছে৷ একাধিক বিষয়ে জমছে মামলার পাহাড়৷ যা নিয়ে এর আগেই অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। কিন্তু দিন দিন পঞ্চায়েত সংক্রান্ত মামলার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। সোমবার হাই কোর্টে যে শুনানির তালিকা রয়েছে, তাতে কমপক্ষে ৭৩টি মামলা শুধুমাত্র পঞ্চায়েত ভোটের৷ এর মধ্যে বেশকিছু জনস্বার্থ মামলাও রয়েছে। তালিকার বাইরেও আজ কিছু মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবীদের একাংশের ধারণা, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে এত দিন পর্যন্ত যে পরিমাণে মামলা হয়েছে, সংখ্যার বিচারে তা শতাধিক৷  তবে এক দিনে পঞ্চায়েত সংক্রান্ত ৭৩টি মামলার শুনানি, আগে দেখা যায়নি।


রাজ্যের পঞ্চায়েত ভোটের জন্য সোমবার  গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আজ, হাই কোর্টের সোমবারের তালিকা অনুযায়ী পঞ্চায়েত ভোটের ৭৩টি মামলার শুনানি হবে৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চে রয়েছে প্রায় ২৬টি জনস্বার্থ মামলা। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে রয়েছে প্রায় ২৮টি মামলা৷ প্রায় ১৬টি মামলা রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। 
 

Around The Web

Trending News

You May like