পুজোর ছুটিতে ট্রেকিং করতে উত্তরাখণ্ডে গিয়ে ‘নিখোঁজ’ বাঁকুড়ার সাত পর্যটক

পুজোর ছুটিতে ট্রেকিং করতে উত্তরাখণ্ডে গিয়ে ‘নিখোঁজ’ বাঁকুড়ার সাত পর্যটক

বাঁকুড়া: পুজোর ছুটিতে ট্রেকিং করতে উত্তরাখণ্ডে গিয়ে ‘নিখোঁজ’ বাঁকুড়ার সাত পর্যটক। আর এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার লোকেরা চরম দূশ্চিন্তায় রয়েছেন।

সূত্রের খবর, ওন্দার কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর গ্রামের বিকাশ রায়, সবুজ মণ্ডল, অরণ্য মণ্ডল, ত্রিপুরারী কুণ্ডু, পুস্পেন মণ্ডল ও পাশের গ্রাম আকড়দার মৃত্যুঞ্জয় পাল, অন্বেষা পালরা গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা হন। এর দু’দিন পর ১৬ অক্টোবর পর্যন্ত তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর মধ্যেই উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় ও বাড়ির লোকেরা কোন যোগাযোগ করতে পারেননি। তবে বিকাশ রায়ের মা রীতা রায়, প্রতিবেশী জয়দেব মণ্ডলরা বলেন, খবর না পেয়ে চিন্তায় আছি। তবে ‘গাইডে’র মাধ্যমে প্রত্যেকেই সুস্থ আছেন বলে তারা খবর পেয়েছেন বলে জানিয়েছেন।

টানা তিন দিন ধরে ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। মঙ্গলবার রাত অবধি অতি বৃষ্টির জেরে বন্যায় মৃত্যু হয়েছে অনেকের। এরাজ্যের বেশ কয়েকজন পর্যটকও সেখানে আটকে রয়েছেন। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের দুর্যোগে আটকে থাকা বাংলার পর্যটকদের ফেরাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়ার কয়েকটি পরিবার নৈনিতালের কাছে আটকে রয়েছেন। সোমবার রাতেই এদের কাঠগুদাম থেকে ট্রেন ধরার কথা ছিল। সেই মতো নৈনিতাল থেকে রওনা হয়েছিলেন ওই পর্যটকদের দলটি। কিন্তু পথেই ধস নামে। মাঝপথে আটকে পড়েন ওই পর্যটকরা। এদের মধ্যে অধিকাংশই হাওড়ার কোনার বাসিন্দা। এরা পুজোয় উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ধসে আটকে পড়েছেন।

7 tourists from Bankura go missing in Uttarakhand who went for trekking during Puja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =