কলকাতা: নজরে রাজ্য বিধানসভা নির্বাচন৷ নির্বাচনী বিধিনিষেধ জারি হওয়ার আগে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন৷ পুজোর ছুটি শেষ হতে না হতেই ৭ জেলার জেলাশাসক ও সচিব পর্যায়ে ব্যাপক পরিবর্তন ঘটাল রাজ্য সরকার৷ একসঙ্গে একাধিক দফতরের সচিব ও জেলা শাসকদের বদলের ঘটনা সাম্প্রতিককালে বিরল বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার জেলাশাসক পদে বদল করা হয়েছে৷ এগজিকিউটিভ ডিরেক্টর পদ থেকে উত্তর ২৪ পরগনার জেলা শাসক পদে আনা হয়েছে আইএএস সুমিত গুপ্তারকে৷ দীর্ঘদিন ধরে এই পদের দায়িত্বে ছিলেন চৈতালি চক্রবর্তী৷ তিনি এখন যুক্ত হবেন স্পেশাল সেক্রেটারি হিসাবে৷
দার্জিলিং জেলায় জেলাশাসক পদে বদল করা হয়েছে৷ নতুন জেলাশাসক হচ্ছেন শশাঙ্ক শেঠি৷ এতদিন তিনি এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে ছিলেন৷ বেশ কিছু দিন দার্জিলিংয়ের জেলাশাসক পদে ছিলেন এস পুন্নাবলম৷ তাঁকে আপাতত ওই পদ থেকে জয়েন্ট সেক্রেটারি পদে নিযুক্ত করছে রাজ্য সরকার৷
জলপাইগুড়ির জেলাশাসক পদেও পরিবর্তন করা হয়েছে৷ অভিষেককুমার তিওয়ারিকে অব্যাহতি দিয়েছে উচ্চ শিক্ষা দফতরের জয়েন্ট সেক্রেটারি পদে তিনি নিযুক্ত হচ্ছেন৷ জলপাইগুড়ি জেলার নতুন জেলাশাসক হচ্ছেন মৌমিতা গোদারা বসু৷
পূর্ব বর্ধমান জেলায় জেলাশাসক পদে পরিবর্তন ঘটানো হয়েছে৷ এতদিন এই পদে ছিলেন বিজয় ভারতী৷ তাঁকে পূর্ব বর্ধমান থেকে বীরভূমের জেলাশাসক পদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ পূর্ব বর্ধমানে নতুন জেলাশাসক হচ্ছেন এনামুল হক৷
নদীয়ার জেলাশাসক পদে বদল ঘটেছে৷ এতদিন ওই পদে ছিলেন বিভু গোয়েল৷ তাঁকে নদীয়া থেকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে নিযুক্ত করা হচ্ছে৷ নদীয়ার নতুন জেলাশাসক হচ্ছেন পার্থ ঘোষ৷
কিন্তু, আচমকা কেন এই রদবদল? পর্যবেক্ষক মহলের অনুমান, ২১-এ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই রদবদল করা হয়েছে৷ কেননা, নির্বাচন কমিশনের নির্দেশ আছে, তিন বছরের বেশি একই জায়গায় পোস্টিং আছেন, এমন আধিকারিকদের সরিয়ে দিতে হবে৷ গতবছর এই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন৷ এবারের ভোটের বিধি চালু হওয়ার আগে রাজ্যের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷