২০ সালের পুজো মহালয়ার ৩৫ দিন পর, কিন্ত কেন এমন নির্ঘণ্ট?

কলকাতা: রীতি ভাঙছে ২০২০ সালের দুর্গোৎসব৷ মহালয়ার ছ’দিন পর দেবী দুর্গার বোধন হয়ে থাকে৷ এটাই রীতি৷ কিন্তু সেই রীতি ভেঙে আগামী বছর মহালয়ার একমাস পর দুর্গা পুজার নির্ঘণ্ট তৈরি হয়েছে৷ যা নজিরবিহীন৷ কিন্তু, কেন এমন নির্ঘণ্ট? ১৪২৭ বঙ্গাব্দের পঞ্জিকা বলছে, আগামী বছর মহালায়া হয়ে যাওয়ার ৩৫ দিন পর শুরু হবে দেবী দুর্গার বোধন৷ আগামী বছর

04a4d4a829f0da33c3ed925825cb8c7e

২০ সালের পুজো মহালয়ার ৩৫ দিন পর, কিন্ত কেন এমন নির্ঘণ্ট?

কলকাতা: রীতি ভাঙছে ২০২০ সালের দুর্গোৎসব৷ মহালয়ার ছ’দিন পর দেবী দুর্গার বোধন হয়ে থাকে৷ এটাই রীতি৷ কিন্তু সেই রীতি ভেঙে আগামী বছর মহালয়ার একমাস পর দুর্গা পুজার নির্ঘণ্ট তৈরি হয়েছে৷ যা নজিরবিহীন৷ কিন্তু, কেন এমন নির্ঘণ্ট?

১৪২৭ বঙ্গাব্দের পঞ্জিকা বলছে, আগামী বছর মহালায়া হয়ে যাওয়ার ৩৫ দিন পর শুরু হবে দেবী দুর্গার বোধন৷ আগামী বছর মহালায়া পড়েছে ১৭ সেপ্টেম্বর৷ এর ঠিক ওই ৩৫ দিন পর ২২ অক্টোবর শুরু দেবী দুর্গার বোধন৷ মহাষষ্ঠী৷ কিন্তু হঠাৎ মহালয়ার ৩৫ দিন পর কেন মহাষষ্ঠীর নির্ঘণ্ট? পুরোহিতদের একাংশের দাবি, আগামী বছর আশ্বিন মাসে পরপর দুটি অমাবস্যা পড়েছে৷ আর সেই কারণে ১৪২৭ বঙ্গাব্দের আশ্বিন মাস মল মাস হিসাবে বিবেচনা করা হয়েছে৷ আর সেই কারণে শরতের পরিবর্তে হেমন্তে শারদীয়ার নির্ঘণ্ট করা হয়েছে বলে জানিয়েছেন পুরোহিতদের একাংশ৷ বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেসের পঞ্জিকায় একই নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে৷

১৪২৭ বঙ্গাব্দের পঞ্জিকা বলছে, আগামী বছর ১৭ সেপ্টেম্বর প্রথম আশ্বিনে মহালায়া৷ ওই দিন অমাবস্যার রয়েছে৷ ১৬ ও ১৭ অক্টোবর অমাবস্যা থাকায় এই মাসকে মল মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ ফলে ওই মাসে কোনও শুভ কাজ করা সম্ভব নয়৷ সেই কারণে পুজো পিছিয়ে কার্তিক মাসে চলে গিয়েছে৷

একনজরে দেখে নিন ১৪২৬ সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট৷

মহাষষ্ঠী: ১৬ আশ্বিন, ইংরেজি ৪ঠা অক্টোবর শুক্রবার, সূর্যোদয় ৫:৩৩, সূর্যাস্ত ৫:২০, পূর্বাহ্ন ৯:২৯। ষষ্ঠী দিবা ২:২৬ পর্যন্ত। শ্রীশ্রীদুর্গাষষ্ঠী। শারদীয়া দূর্গাদেবীর ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস৷

মহাসপ্তমী: ১৭ই আশ্বিন, ইংরেজি ৫ই অক্টোবর, শনিবার সূর্যোদয় ৫:৩৩, সূর্যাস্ত ৫:২০, সপ্তমীর দিবা দুটো আট পর্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দূর্গাপূজার মহাসপ্তমী। শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা, দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ। রাত্রি ১১:৫০ মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পুজো৷

মহাষ্টমী: ১৮ই আশ্বিন, ইংরেজি ৬ই অক্টোবর রবিবার। সূর্যোদয় ৫:৩৩, সূর্যাস্ত ৫:১৯। মহাষ্টমী দিবা ২:২১ পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস৷

সন্ধিপুজো: দিবা ১:৫৭ গতে ২:৫৪ মধ্যে সন্ধিপূজা। ২:২১ গতে বলিদান। দিবা ২:৫৪ মধ্যে সন্ধিপুজো সমাপন৷

মহানবমী: ১৯শে আশ্বিন, ইংরেজি ৭ই অক্টোবর সোমবার। সূর্যোদয় ৫:৩৪, সূর্যাস্ত ৫:১৮ পুর্বাহ্ন ৯:২৮। মহানবমী: দিবা ৩:০৬ পর্যন্ত । শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ এবং মহানবমীবিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারন৷

২০ সালের পুজো মহালয়ার ৩৫ দিন পর, কিন্ত কেন এমন নির্ঘণ্ট?

বিজয়াদশমী: ২০শে আশ্বিন, ইংরেজি ৮ই অক্টোবর মঙ্গলবার। সূর্যোদয় ৫:৩৪, সূর্যাস্ত ৫:১৭, বিজযা়দশমী অপরাহ্ন ৪:২০ পর্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা। দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ । বিজয় দশমী কৃত‍্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *