নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ আজ বিকালে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৮৪ বছর৷ প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্র৷ এই সময়ে দেশের সর্বত্র সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে৷ এই সঙ্গে রাজ্য সরকারের তরফেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে৷ আর সেই কারণে রাজ্য সরকারের ঘোষিত পুলিশ দিবস উদযাপনের দিন পিছিয়ে ৮ সেপ্টেম্বর পিছিয়ে দেওয়া হয়েছে৷ মঙ্গলবার সমস্ত সরকারি দফতরে ছুটির ঘোষণা করা হয়েছে৷
আরও পড়ুন- বামপন্থীদের সঙ্গে কেমন ছিল প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক? পড়ুন বিস্তারিত
আজ সাংবাদমাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায় জানাতে বলেছেন, ভারত তথা বাংলার সুন্তান প্রণব মুখোপাধ্যায়ের প্রাণে যে রাষ্ট্রিয় শোক আছে তা পালন হবে৷ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে৷ ৬ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন হবে৷ কোন অফিশিয়াল বয়ান থাকবে না৷ বাংলার সুসন্তানের প্রয়াণে বাংলা সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সকল সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে৷’’
আরও পড়ুন- বীরভূমের অখ্যাত গ্রাম থেকে দেশের রাজনীতির নিয়ন্ত্রক প্রণব মুখোপাধ্যায়
স্বরাষ্ট্রসচিব আরও বলেন, ‘‘কাল যদি শেষকৃত্য হয়, বা অন্য কোনও দিন যদি শেষকৃত্য হয়, শেষকৃত্যের দিন ছুটি ঘোষিত হবে৷ রাজ্য সরকারের তরফে আগামীকাল পুলিশ দিবস ঘোষণা আগেই করা হয়েছিল৷ পয়লা সেপ্টেম্বর বাংলায় পুলিশ দিবস৷ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানাতে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করা আছে৷ কিন্তু তার উদযাপিত হবে অন্য দিন, ৮ সেপ্টেম্বর৷ কাল ছুটি৷ শেষকৃত্য অন্যদিন হলে ছুটি৷ পুলিশ দিবস কাল হলেও উদযাপন অনুষ্ঠান ৮ তারিখ হবে, রাষ্ট্রীয়শোকের পর৷’’
আরও পড়ুন- প্রণব মুখোপাধ্যায়ের সবথেকে বড় সমালোচক ছিলেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা
সম্প্রতি পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণববাবু৷ আক্রান্ত হন করোনায়৷ তাঁকে ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল৷ করা হয়েছে দীর্ঘ সময়ের অপারেশন৷ শেষ কয়েকদিন ধরে ছিলেন গভীর কোমায়৷ ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ মৃত্যুর কাছে হেরে গেলেন ভারতের ত্রয়োদশ বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷