Aajbikel

ঘণ্টায় প্রায় ৬৫ কিমি বেগে ঝড় শহরে, গাছ ভেঙে পড়েছে বহু জেলায়

 | 
বৃষ্টি

কলকাতা: কালবৈশাখীর দাপট দেখা দিয়েছে আজ। কলকাতা, দমদম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হয়েছে ভারী বৃষ্টি। ভালো মতো ঝড় হওয়ার পূর্বাভাস আগে থেকেই ছিল। জানা গিয়েছে, এদিন কলকাতা এবং দমদমে ঘণ্টায় প্রায় ৬৫-৬৮ কিমি বেগে ঝড় হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও বৃষ্টির সঙ্গে হয়েছে ঝড়। বিভিন্ন জেলা থেকে গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে। তবে আপাতত কোনও মৃত্যুর খবর নেই, এটাই স্বস্তি। 

চলতি সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে, এমন আভাস মিলেছিল। হাওয়া অফিস জানিয়েছিল, সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর আবার আজ সেই বৃষ্টির দেখা মিলেছে। তবে এদিন সোমবারের মতো তাণ্ডব হয়নি কোথাও। তবে তীব্র গরমের মধ্যে বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামায় স্বস্তি পেয়েছে বাংলার মানুষ। বিগত কয়েক সপ্তাহ ধরেই গরমের প্রভাবে নাজেহাল অবস্থা হয়েছে বাংলায়। তাপমাত্রা একাধিক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল, এমনকি কোনও কোনও জায়গায় ৪২ বা ৪৩ ডিগ্রিও হয়েছে। সব মিলিয়ে বাংলার মানুষ এমনই পরিবেশ চাইছিল। যদিও আজ কলকাতায় খুব বেশি বৃষ্টি হয়নি বলেই জানা গিয়েছে। 

গত সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল শহর। একাধিক জায়গায় গাছ পড়া, যানজটের খবর আসে। ট্রেন চলাচলও ব্যাহত হয়েছিল। আবার বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটে। আজ সেই খবর না আসায় বিরাট স্বস্তি মিলেছে। তবে সব জেলায় যে ঝড় হয়েছে এই খবর জানিয়েছে হাওয়া অফিস। 

Around The Web

Trending News

You May like