Aajbikel

কয়েকশো কোটি টাকা উপার্জন! দুর্গাপুজোয় কার্যত মদের ফোয়ারা

 | 
mod

কলকাতা: পুজোর সময় মদের দোকান খোলা রাখা নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। কিন্তু পুজো মিটতেই যে লাভের পরিসংখ্যান সামনে এসেছে তাতে চক্ষুচড়কগাছ। সরকার পক্ষে যে এই ইস্যুতে বিরোধী দলকে নিশানা করবেই তা বলাই বাহুল্য। পুজোর ৫ দিন কার্যত মদের ফোয়ারা ছুটেছে রাজ্যে। বিপুল পরিমাণ মদ বিক্রি হওয়ায় প্রচুর টাকা এসেছে রাজ্যের কোষাগারে। কিন্তু কত উপার্জন হয়েছে? সংখ্যাটা শুনলে চমকাতে হবেই। 

যে তথ্য সামনে এসেছে তাতে জানা গিয়েছে, দুর্গা পুজোর পাঁচদিনে প্রায় ৬০০ কোটি টাকা আয় হয়েছে মদ বিক্রি করে। আবগারি দফতরের তরফে জানানো হয়েছে, দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, বারে ব্যাপক হারে বিক্রি হয়েছে মদ। বসে খাওয়া তো আছেই, প্রচুর মানুষ বাড়ি নিয়ে গিয়েও মজলিসে বসেছিলেন। এক কথায় বলা যায়, চলতি বছর দুর্গাপুজোয় সুরাপ্রেমীরা ছিলেন একদম টপ ফর্মে। আগামী দিনে কালীপূজো আসছে। আবগারি দফতর আশাবাদী, এই বিক্রির ধারা তখনও বজায় থাকবে। তারপর তো বছরের শেষে সময়ে ক্রিসমাস, নিউ ইয়ার আছেই। লাভ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। 

আবগারি দফতর সূত্রে এও জানা গিয়েছে, এবারের দুর্গাপুজোর পাঁচ দিনে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুরে। ৩০ কোটির আয় হয়েছে এই জেলায়। আর শুধু মাত্র ষষ্ঠীর দিনই রাজ্যে ৫ কোটি ১১ লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়েছে। যে পরিমাণ মদ বিক্রি হয়েছে তা অন্যান্যবারের তুলনায় রেকর্ড বলে মনে করছে আবগারি দফতর।   

Around The Web

Trending News

You May like