সুন্দরবন কোস্টাল থানায় তাণ্ডব, জখম ৬ পুলিশকর্মী! সরব শাসক-বিরোধি শিবির

আটক দলীয় কর্মীদের বের করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই থানায় এই হামলা চালানো হয় বলে দাবি পুলিশের। তাঁরা বাধা দিতে গেলে দুষ্কৃতীরা এতটাই আক্রমনাত্মক হয়ে ওঠে  যে পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুলিশের উপরেই পাল্টা আক্রমণ শুরু করে দুষ্কৃতীরা। থানার আসবাবপত্রও ভাঙচুর করে তারা।

ক্যানি: দক্ষিণ ২৪ পরগনার গোসাবার রাধানগর বাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ এর রেশ কাটেনি এখনও এরমধ্যেই রবিবার  গোসাবারই সুন্দরবন কোস্টাল থানায় ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। পুলিশকে লক্ষ্য করে তাদের ছোঁড়া ইঁট-পাথরের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। এই গোসাবা অঞ্চলেরই রাধানগর বাজার উত্তপ্ত হয়ে উঠেছিল তৃণমূল-বিজেপি সংঘর্ষে। এই ঘটনার পরেই গোসাবার তারানগর এলাকা থেকে  তৃণমূলের ৪ জন এবং বিজেপির ২ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

কিন্তু রবিবার দিন সকালে হঠাৎই সুন্দরবন কোস্টাল থানার সামনে ভিড় করতে থাকে কিছু মানুষ। তাদের মধ্যে থেকে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী থানা লক্ষ্য করে ইঁট ছুঁড়তে শুরু করে। ইঁটের আঘাতে জখম হন ৬ জন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। আটক দলীয় কর্মীদের বের করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই থানায় এই হামলা চালানো হয় বলে দাবি পুলিশের। তাঁরা বাধা দিতে গেলে দুষ্কৃতীরা এতটাই আক্রমনাত্মক হয়ে ওঠে  যে পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুলিশের উপরেই পাল্টা আক্রমণ শুরু করে দুষ্কৃতীরা। থানার আসবাবপত্রও ভাঙচুর করে তারা। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী। এরপর তাদের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর দুষ্কৃতীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। আটক করা হয় ৮ জনকে। 

 

এদিকে এই ঘটনায় শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির জেলা সম্পাদক সঞ্জয় নায়েক। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা লুট করে বোমা, বন্দুক,বারুদের মাধ্যমে তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের নেতৃত্বে যেভাবে রাধানগর, তারানগর অঞ্চলে তান্ডবলীলা চালানো হয়, থানায় হামলা চালানো হয় তা অত্যন্ত নিন্দনীয়।  সঞ্জয় বাবু আরও বলেন, যে রাজ‍্যে পুলিশ, প্রশাসনের নিরাপত্তা নেই, সেই রাজ‍্যে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তিনি জানিয়েছেন, পুরো ঘটনার বিষয়ে জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্যস্তরেও জানানো হয়েছে। প্রশাসনের কাছে  দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠিন ব‍্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

অন্যদিকে গোসাবা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের দাবি, শনিবার রাধানগর বাজারের ঘটনায় ৪ জন তৃনমূল ও ২ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে যে দুষ্কৃতীরা রবিবার সুন্দরবন কোস্টাল থানায় হামলা চালিয়েছে তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী। অবিলম্বে তিনিও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =