বাঁকুড়া: রক্ষকই ভক্ষক৷ শিশু পাচারের অভিযোগে গ্রেফতার হলেন জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল কে কে রাজোরিয়া সহ ছ’জন। ধৃতদের মধ্যে একজন স্কুল কর্মীও রয়েছেন।অধ্যক্ষ ছাড়াও পুলিশ গ্রেফতার করেছে ওই বিদ্যালয়েরই শিক্ষিকা সুষমা শর্মাকেও৷ ধৃতদের সোমবার আদালতে তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজোরিয়ার বাড়ি রাজস্থানে৷ গত চার বছর ধরে তিনি বাঁকুড়ার এই বিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা বলেন, ‘‘দুই শিশু কন্যা বেআইনি ভাবে নিজের কাছে রেখে দেওয়া সহ একাধিক বেআইনি কাজকর্ম ধরা পড়েছে। তদন্ত চলছে।’’ প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করার সময় বহু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তা খতিয়ে দেখা হচ্ছে৷
বাঁকুড়া-১ ব্লকের কালপাথর এলাকার এই বিদ্যালয়ে দায়িত্বে থাকা এই প্রিন্সিপালের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ সামনে আসায় ক্ষোভে ফুটছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সন্দেহ বাউরি বলেন, স্কুলের পাশেই আমাদের দলীয় কার্যালয়। গত রবিবার আমাদের কর্মীরা দেখেন চার শিশুকে জোর করে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানে তুলতে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্কুলের ওই প্রিন্সিপাল। তার কাজকর্ম সন্দেহজনক মনে হওয়ায় দলীয় কর্মীরা ছুটে যেতেই তিনি পালিয়ে যান। তাতে বেড়ে যায় সন্দেহ। ওই শিশুদের উদ্ধার করা হয়। অভিযুক্তদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। প্রিন্সিপালকেও গ্রেফতারের দাবি ওঠে। চাপে পড়ে পুলিশ ওই প্রিন্সিপাল সহ পাঁচ জনকে আটক করে। রাতেই তাদের গ্রেফতার করা হয়। পরে স্কুলের আরেক শিক্ষিকা সুষমা শর্মাকেও গ্রেফতার করে পুলিশ৷