মালদা: নেশার সামগ্রী বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানা চন্ডিপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তরা হলো আজতাক সেখ, রহিম সেখ, সেলিম সেখ এবং মহিম শেখ সহ কয়েকজন মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী একরামুল শেখ আতাউল শেখরা গ্রামে নেশা দ্রব্য বিক্রি করতো। ঘটনার প্রতিবাদ করেছিলেন আক্রান্তরা। অভিযোগ এই নিয়ে তিন দিন আগে পাড়াতে একটি গন্ডগোল হয়।
শনিবার সকালে আবারও অভিযুক্তরা তাদের বাড়িতে চড়াও হয়ে পরিবারের সকলকে মারধর করে। ঘটনায় তাদের পরিবারের মোট সাতজন আহত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক দ্রব্য বিক্রি করছেন একরামুল শেখ৷ প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্ত প্রতিবাদীদের ওপর চড়াও হয় বলে অভি়যোগ৷ বাসিন্দাদের দাবি, পুলিশ এবং রাজনৈতিক নেতাদের মদতেই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ৷ তারই জেরে মৃত্যুর পথে এলাকার সাতজন৷