৫০%-এর বেশি ভোট পড়েছে ইতিমধ্যেই, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা আজও

৫০%-এর বেশি ভোট পড়েছে ইতিমধ্যেই, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা আজও

ecf192d0b9837609c9fe52626868afb4

কলকাতা: শনিবারের ভোটে কী কী হয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই আজ একাধিক বুথে পুনর্নির্বাচন হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির ৬৯৬টি বুথের ভোটে বিকেল ৩টে পর্যন্ত ৫৩.৯৫ শতাংশ ভোট পড়ে গিয়েছে। তবে আজ কি সম্পূর্ণ শান্তিপূর্ণ হচ্ছে ভোট? সেটার এক কথায় উত্তর, না। বিক্ষিপ্ত হিংসার ঘটনা আজও ঘটেছে বহু জায়গায়। 

পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরে দফায় দফায় অশান্তি হয়েছে বলে জানা গিয়েছে। কোথা থেকে সকেট বোমা উদ্ধার হয়েছে, আবার কোথাও উঠেছে বোমাবাজির অভিযোগ। তবে এখনও পর্যন্ত কোনও জেলা থেকে বড়সড় অশান্তির খবর আসেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ দিনাজপুরে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কালিয়াগঞ্জের দিকে যাওয়ার পথে রাস্তা আটকে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। 

এদিকে আজই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেই মামলায় বিরোধী পক্ষ থেকে দাবি করা হয় অন্তত ২ হাজার ৫০০ বুথে পুনর্নির্বাচন করতে হবে। যদিও সেই নিয়ে এখনও কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তবে আগামীকাল এই সংক্রান্ত মামলার শুনানি আবার আছে। সেই শুনানিতে কিছু নির্দেশ আসেনি সেটাই দেখার। তবে তাৎপর্যপূর্ণ বিষয়, মঙ্গলবারই পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *