৫০ লক্ষ ভুয়ো কার্ড লক! কত রেশন পাবেন জানানো হবে SMS-এ

৫০ লক্ষ ভুয়ো কার্ড লক! কত রেশন পাবেন জানানো হবে SMS-এ

কলকাতা: রাজ্যে ৫০ লক্ষ ভুয়ো বা অস্তিত্বহীন রেশন কার্ড লক করল রাজ্য খাদ্য দফতর৷ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ করা হয় রাজ্য খাদ্য দফতরের তরফে৷ গত ১০ মাস ধরে কাজ চালানোর পর যে পরিসংখ্যান উঠে আসছে তাতে দেখা যাচ্ছে কমপক্ষে ৫০ লক্ষ রেশন কার্ড নকল, অস্তিত্বহীন বা এই রেশনকার্ড হোল্ডারদের মৃত্যু হয়েছে৷ ৫০ লক্ষ্য ভুয়ো রেশন কার্ড ডিঅ্যাকটিভেট বা লক করায় খাদ্য দফতরের বিপুল পরিমাণ সাশ্রয় হচ্ছে বলে খাদ্য দফতর সূত্রে খবর৷ কারণ, এই রেশন কার্ডগুলির মাধ্যমে আর রেশন তোলা সম্ভব হবে না৷ 

আরও পড়ুন- ব্রেকিং: ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার চিনের তৈরি ড্রোন, তীব্র চাঞ্চল্য পেট্রোপোলে

ভুয়ো রেশন কার্ডের এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই খাদ্য দফতরের আধিকারিকদের অনুমান৷ মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, জাল, ভুয়ো ও মৃতদের রেশনকার্ডগুলিকে যেন চিহ্নিত করা হয়৷ সেই নির্দেশ মেনেই পদক্ষেপ করে খাদ্য দফতর৷ আগামী দিনেও এই কাজ চলবে৷

পাশাপাশি জানানো হয়েছে, রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার থেকে উপভোক্তাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাঁরা প্রতি মাসে কত রেশন পাবেন৷ উপভোক্তারা যে মোবাইল নম্বরটি রেশন কার্ডের সঙ্গে সংযোগ করিয়েছেন, সেই মোবাইল নম্বরেই পৌঁছনো এসএমএস৷ এরফলে, রেশন-ডিলাররা সাধারণ গ্রাহকদের ঠকাতে পারবেন না৷ রাজ্যজুড়ে গত দু’বছর যাবত মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ৭০ লক্ষ উপভোক্তার মোবাইল নম্বর সংযোগ করা সম্ভব হয়েছে৷ বাকি ৮ লক্ষ গ্রাহকের মোবাইল নম্বর সংযোগ করা হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =