বিজেপিতে যোগ দেবেন সৌগত-সহ ৫ তৃণমূল সাংসদ! বিস্ফোরক দাবি অর্জুনের

বিজেপিতে যোগ দেবেন সৌগত-সহ ৫ তৃণমূল সাংসদ! বিস্ফোরক দাবি অর্জুনের

 

ভাটপাড়া: সৌগত রায় সহ তৃণমূলের ৫ সাংসদ যোগ দেবেন বিজেপিতে৷ বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের৷ একুশের নির্বাচনের আগে কী ভেঙে খান খান হতে চলেছে শাসকদল তৃণমূল৷ অন্তত এমনই ইঙ্গিত দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ শনিবার সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং৷ বললেন সৌগত রায় সহ আরো পাঁচ সাংসদ তৃনমুল ছাড়ছে। তারা বিজেপিতে আসছে। বললেন ক্যামেরা সরিয়ে নিলে সবার আগে আসছে সৌগত রায়৷ তাঁর এই দাবির পরই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা৷ এতদিন শুভেন্দুকে নিয়ে জল্পনা চলেছে বিস্তর৷ তবে সম্প্রতি সমবায় আন্দোলনে অনুষ্ঠান থেকে তাঁর রাজনৈতিক অবস্থান মোটামুটি স্পষ্ট করার পর কিছুটা হলেও থিতিয়ে পড়েছে সেই বিতর্ক৷ তবে এবার অর্জুনের মন্তব্যে ফের শাসকদলে ভাঙনের জল্পনা শুরু হল৷ 

শনিবার ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে যান অর্জুন সিং৷ সেখানে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ বলেন, শুভেন্দু অধিকারিকে মমতা এবং তার দল  আমার মতো হেনস্থা করছে। ওঁর উচিত দল থেকে বেড়িয়ে আসা। আমাদের দলে ওকে স্বাগত। শুধু শুভেন্দু নয়, সৌগত রায় সহ আরো পাচ সাংসদ তৃনমুল ছাড়ছে। তারা বিজেপিতে আসছে। শুধু সময় এর অপেক্ষা।

যদিও এর প্রতিক্রিয়ায় সৌগত রায় জানান, রাজনীতি ছেড়ে দেব, মরে যাব কিন্তু বিজেপিতে যাব না৷ এখন প্রশ্ন উঠছে হঠাত্ সৌগত রায়ের নামটা তুললেন কেন অর্জুন সিং৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুভেন্দুর সঙ্গে দলের বিবাদ মেটাতে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন সৌগত রায়৷ সেই সৌগত রায়ের সম্পর্কেই ভোটের আগে অবিশ্বাসের আবহ তৈরি করতে এইধরণের মন্তব্য করেন অর্জুন সিং৷ তবে সৌগত রায় ছাড়া বাকী চার সাংসদ কে সে কথা বলেন নি অর্জুন সিং৷ যার ফলে কৌতুহল থেকেই যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *