প্রতিমা ভাসানে নৌকাডুবি মুর্শিদাবাদে, মৃত ৫, মদ্যপানের অভিযোগ নৌকায়

বেলডাঙা: দুর্গাপুজোর ভাসানে গিয়ে জলে ডুবে মৃত্যু পাঁচ জনের৷ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়৷ জানা গিয়েছে ভাসান চলাকালীন নৌকায় চেপে প্রতিমা ভাসানের প্রস্তুতি নিচ্ছিলেন ৬ জন৷ তবে আচমকায় তারা নিখোঁজ হয়ে যায়৷ অনুমান করা হচ্ছে, প্রতিমা বিসর্জনের সময়ই নৌকা নিয়ে উল্টে যায় ওই ছয় জন৷ এদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ তবে একজন এখনও নিখোঁজ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ মৃতদের নাম, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পিঙ্কন পাল, সুখেন্দু দে, নিপন হাজরা বন্দ্যোপাধ্যায় এবং রুবাই হাজরা বন্দ্যোপাধ্যায়। দশমীর বিকেলে বেলডাঙার ডুমনিদহ বিলে ঘটে দুর্ঘটনাটি।

বেলডাঙা: দুর্গাপুজোর ভাসানে গিয়ে জলে ডুবে মৃত্যু পাঁচ জনের৷ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়৷ জানা গিয়েছে ভাসান চলাকালীন নৌকায় চেপে প্রতিমা ভাসানের প্রস্তুতি নিচ্ছিলেন ৬ জন৷ তবে আচমকায় তারা নিখোঁজ হয়ে যায়৷ অনুমান করা হচ্ছে, প্রতিমা বিসর্জনের সময়ই নৌকা নিয়ে উল্টে যায় ওই ছয় জন৷ এদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ তবে একজন এখনও নিখোঁজ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ মৃতদের নাম, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পিঙ্কন পাল, সুখেন্দু দে, নিপন হাজরা বন্দ্যোপাধ্যায় এবং রুবাই হাজরা বন্দ্যোপাধ্যায়। দশমীর বিকেলে বেলডাঙার ডুমনিদহ বিলে ঘটে দুর্ঘটনাটি।

স্থানীয় সূত্রে খবর, এলাকায় প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো হাজরা বাড়ির পুজো। নিয়ম অনুযায়ী এই বাড়ির প্রতিমার বিসর্জনের পরেই নিরঞ্জন হয় অন্যান্য প্রতিমার। সেই মতো দশমীর বিকেলে প্রতিমা নিরঞ্জন করতে যায় প্রায় ৩০-৩৫ জনের একটি দল। জোড়া নৌকায় শুরু হয় ভাসানের কাজ। স্থানীয়রা জানাচ্ছেন, বিলের মাঝামাঝি জায়গায় হঠাৎই হুড়মুড়িয়ে উল্টে যায় প্রতিমা ও একটি নৌকা। কাঠামোর নিচে চাপা পড়ে যান কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ডুবুরি। প্রথমে ৪ জনের দেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন ১ জন। পরে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় আরও ১ জনের দেহ। তবে এখনও নিখোঁজ একজন৷ নৌকাতেই মদ্যপান চলছিল বলে দাবি করেছেন মাঝি৷

দুর্গাপুজোর ভাসানে এহেন নৌকাডুবির ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়৷  জেলার এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন বিধি ভেঙে এতজনের নৌকায় ওঠা ঠিক হয়নি। এদিকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নৌকার মাঝির কথায়। বিসর্জনের সময় নৌকায় মদ্যপান চলছিল বলে দাবি করেছেন মাঝি। যার ফলে ভাসানের ঘাটে নিরাপত্তা নিয়ে প্রশাসনের দিকে উঠছে আঙুল৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fifteen =