Aajbikel

নাকা তল্লাশিতে উদ্ধার ৪৪ লক্ষ টাকা! হইচই হুগলিতে

 | 
money

হুগলি: পুলিশের নাকা তল্লাশি চলার সময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল হুগলিতে। এই ঘটনায় ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ২ জনের কাছ থেকে ৪৪ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। এত টাকা কোথা থেকে পেল তারা, কোথায় নিয়ে যাচ্ছিল, সেটা জানতেই এখন জেরা শুরু হয়েছে তাদের। কোনও পাচার চক্রের সঙ্গে তারা জড়িত কিনা সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। 

এদিন হুগলির চণ্ডীতলার ভগবতীপুর পোলধার এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময়ে বাইকে করে যাওয়া এই দুজনকে আটকানো হয়। শুরুতে কোনও সন্দেহ হয়নি পুলিশের। কিন্তু তল্লাশির পরেই চমকে যায় সকলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৪৩ লক্ষ ৮০ হাজার টাকা। এত টাকা তারা কোথায় পেল সে ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি দুজনের কেউই। তাই সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করে পুলিশ।  

টাকা উৎস তো দূর, এখনও পর্যন্ত পুলিশ এটাও জানতে পারেনি যে এই দুজন কোথাকার বাসিন্দা। তারা নিজেরাও এই বিষয়ে কোনও কিছু বলতে চাইছে না। তাদের বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই বাইকের তথ্য খতিয়ে দেখে কিছু জানার চেষ্টা করছে পুলিশ। তবে এটাও সন্দেহ যে, এই বাইকটিও তাদের নিজেদের হবে না। অন্য কোনও নামে হয়তো নেওয়া থাকবে। তবে আপাতত পুরোদস্তুর তদন্তে নেমেছে চণ্ডীতলা থানার পুলিশ।   

Around The Web

Trending News

You May like