৪০ ডিগ্রি পার কলকাতা, সল্টলেকে! বঙ্গে তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রিও

৪০ ডিগ্রি পার কলকাতা, সল্টলেকে! বঙ্গে তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রিও

e913b9474cb5e0647bca7b91f62d16d3

কলকাতা: বৈশাখ মাস পড়েনি এখনও, তার আগেই আশঙ্কা মতো ৪০ ডিগ্রি তাপমাত্রা পার করে গেল কলকাতা। এদিন কলকাতা ছাড়াও সল্টলেকে এই গণ্ডি পার করেছে উষ্ণতা। দুই জায়গাতেই স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল তাপমাত্রা। এদিকে, আজও একাধিক জেলায় গরম বেড়েছে বিরাটভাবে। বুধবার মুর্শিদাবাদ জেলা শীর্ষে ছিল, আজ তাকে টপকে গিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়। 

আরও পড়ুন: তীব্র গরম, এগিয়ে আসছে গ্রীষ্মের ছুটি, কবে থেকে বন্ধ হবে স্কুল?

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি আর সল্টলেকের উষ্ণতা ৪১.১ ডিগ্রি। কিন্তু সকলকে টপকে গিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রিতে পৌঁছয়। দ্বিতীয় স্থানে থাকা বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি। পূর্বাভাস মতোই, এদিন থেকে তাপপ্রবাহের আঁচ পাওয়া গিয়েছে নানা জেলায়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ছাড়া মেদিনীপুর এবং বর্ধমানে কমলা সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যে। জানান হয়েছে, দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে।