ছটে ৪ হাজার পুলিশ রাস্তায়, সরোবর এলাকায় অতিরিক্ত বাহিনী

ছটে ৪ হাজার পুলিশ রাস্তায়, সরোবর এলাকায় অতিরিক্ত বাহিনী

4 thousand

কলকাতা: ছট পুজো নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। এই দিনে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে যে প্রচণ্ড ভিড় হত তা সকলের জানা। কিন্তু বর্তমানে এই দুই জায়গায় ছট পুজো করা নিষিদ্ধ। তবে অতীতে দেখা গিয়েছে, দুই জায়গাতেই জোর করে লোক ঢুকে ছট পুজো করতে গিয়েছে। তাই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে মোতায়েন হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকমের ব্যবস্থা নেবে তারা। 

লালবাজার সূত্রের খবর, ছটে কলকাতার রাস্তায় নামছে প্রায় চার হাজার পুলিশ। তাদের মধ্যে থাকছে ৩৫ জন ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। জানা গিয়েছে, শহরের মোট ১৩৩টি গঙ্গার ঘাট, ছোট পুকুর এবং তৈরি হওয়া একাধিক জলাধারে ছট পুজো অনুষ্ঠিত হবে। সকলের নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ ব্যবস্থা করেছে। গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তার জন্য মোতায়েন থাকছেন ৭৭ জন ডিএমজির সদস্য। এছাড়া যারা ছট পুজো করবেন তাদের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করাও হয়েছে। বলা হয়েছে, নিষিদ্ধ শব্দবাজি ফাটানো, ডিজে না বাজানো যাবে না পুজো উপলক্ষ্যে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =