বেলাগাম করোনা, একধাক্কায়  ৪ নোডাল অফিসার বদল রাজ্যের

বেলাগাম করোনা, একধাক্কায়  ৪ নোডাল অফিসার বদল রাজ্যের

 
কলকাতা: কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারি আধিকারিক স্তরে বড়সড় বদল ঘটাল রাজ্য সরকার৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কলকাতা সহ ৪ জেলায় নোডাল অফিসার বদল করা হয়েছে৷ কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা জেলার নোডাল অফিসার বদল করা হয়েছে৷

করোনা মোকাবিলায় রাজ্য সরকার বিভিন্ন জেলায় নোডাল অফিসার নিয়োগ করেছিল৷ আজ কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা জেলায় নোডাল অফিসারদের বদল করা হয়েছে৷ এই চার জায়গায় সিনিয়ার অফিসার নিয়োগ করা হয়েছে৷

কলকাতায় এতদিন নোডাল অফিসার ছিলেন সঞ্জয় থারে৷ সঞ্জয় থারেকে সরিয়ে কলকাতার দায়িত্বে আনা হয়েছে অতিরিক্ত আলাপন বন্দ্যোপাধ্যায়কে৷ কলকাতার নতুন মডেল অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছেন স্বরাষ্ট্রসচিব৷

উত্তর ২৪ পরগনা জেলার নোডাল অফিসার হিসাবে মনোজ পান্থকে নিয়োগ করা হয়েছে৷ দক্ষিণ ২৪ পরগনা জেলার নোডাল অফিসার নবীন প্রকাশ ও হাওড়া জেলায় নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে রাজেশ পাণ্ডাকে৷  

এই মুহূর্তে এই ৪ জন রাজ্য সরকারের সিনিয়র অফিসারদের মধ্যে অন্যতম৷ মনে করা হচ্ছে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় করোনা সংক্রমণ বাড়ছে৷ ফলে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, করোনা রুখতে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা লক্ষ্যে সিনিয়র অফিসারদের নতুন করে নোডাল অফিসার হিসেবে রাজ্য সরকার নিয়োগ করেছে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 17 =