দিল্লির স্মৃতি ফিরল বাংলায়, অক্সিজেন না পেয়ে রামপুরহাটে মৃত্যু ৪ করোনা রোগীর

দিল্লির স্মৃতি ফিরল বাংলায়, অক্সিজেন না পেয়ে রামপুরহাটে মৃত্যু ৪ করোনা রোগীর

রামপুরহাট: দিল্লির ভয়াবহ ছবি ফিরল বাংলার বুকে৷ রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কটে আজ মৃত্যু হল চারজন করোনা আক্রান্ত রোগীর৷ এমনটাই অভিযোগ করলেন মৃতদের পরিজনরা৷ 

আরও পড়ুন- আরও এক প্রার্থীর মৃত্যু করোনায়, ভোট স্থগিত মালদহে

যদিও অক্সিজেনের সঙ্কট প্রসঙ্গে অধ্যক্ষ করবী বড়াল জানান, ‘‘সঙ্কট ছিল৷ তবে অক্সিজেন পেয়েছি৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷’’ রামপুরহাট হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন প্রায় ৫০ থেকে ৬০ জন রোগী৷ অভিযোগ, বহু রোগী এখানে অক্সিজেন পাচ্ছেন না৷ এখানে অক্সিজেনের ভয়ঙ্কর অভাব দেখা দিয়েছে৷ এক রোগীর আত্মীয় জানান, আজ সকালেই অক্সিজেনের অভাবে চারজনের মৃত্যু হয়েছে৷ এই ওয়ার্ডে ভর্তি রয়েছেন তাঁর মাও৷ তিনিও অক্সিজেন পান না৷ কাল রাত থেকে অক্সিজেন ছিল না৷ আজ সকালে কোনও রকমভাবে অক্সিজেন দেওয়া হয়েছে৷ অনেকে আবার নিজের টাকা দিয়ে বাইরে থেকে অক্সিজেন ভাড়া করে এনেছেন৷ একই অভিযোগ, অন্যান্য রোগীর পরিজনদেরও৷ 

আরও পড়ুন- টিকাকরণ নিয়ে রাজ্যের নয়া নির্দেশিকায় দিশেহারা বেসরকারি হাসপাতালগুলি, ধন্দে মানুষ

একজন রোগী হাতজোড় করে অক্সিজেন দেওয়ার জন্য কাকতি মিনতি করেন৷ কিন্তু অক্সিজেন না পেয়ে চোখের সামনেই তাঁর মৃত্যু হয়৷ হাসপাতাল কর্মীদের বক্তব্য, আমরা ফোন করেও অক্সিজেন পাচ্ছি না৷ আমাদের কিছু করার নেই৷ ওয়ার্ডে যাঁরা রয়েছেন তাঁরা সহযোগিতা করলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও রকম সহযোগিতা করছে না বলেই অভিযোগ কোভিড ওয়ার্ডে চিকিৎসারত রোগীর আত্মীয়দের৷ ক কথায় রামপুরহাট কভিড ওয়ার্ডের ছবি মর্মান্তিক৷ রোগীদের রাখার ক্ষেত্রেও কোনও রকম বিধি মানা হয়নি৷ রোগীর বাড়ির লোকই ভিতরে থেকে তাঁদের শুশ্রুষা করছেন৷ সেই সঙ্গে রয়েছে অক্সিজেনের ভয়ঙ্কর অভাব৷ সকাল থেকে অক্সিজেন চেয়েও মিলছে না অক্সিজেন৷ এত বড় হাসপাতালে কেন অক্সিজেন পাওয়া যাচ্ছে না৷ কেনই বা বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ এর কোনও সদুত্তর নেই৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =