করোনা জয়ী ৬৩ দিনের শিশু, মায়ের কোলে ফিরল বাংলার সর্বকনিষ্ঠ রোগী

করোনা জয়ী ৬৩ দিনের শিশু, মায়ের কোলে ফিরল বাংলার সর্বকনিষ্ঠ রোগী

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ দৈনিক ৩ হাজারের কাছাকাছি রাজ্যে সংক্রমণ ঘটছে৷ বাড়ছে পরীক্ষা৷ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবরে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি আশার আলো দেখা যাচ্ছে করোনা জয় করার বহু ঘটনা৷ এবার গোটা দেশকে চমকে করোনারকে জয় করে মায়ের কোলে বাড়ি ফিরল ৬৩ দিনের শিশু৷

করোনাকে হারিয়ে বাড়ি ফিরল ৬৩ দিনের শিশু৷ রাজ্যে সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত এই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়৷ ভেন্টিলেশন থেকে সদ্যোজাত শিশু করোনাকে জয় করে এবার মায়ের কোলে ফিরে গেল বাড়িতে৷ এই ঘটনা রাজ্যে রেকর্ড বলে চিকিৎসকদের চিকিৎসকরা জানিয়েছেন৷

শিশুটির বাবা-মা মেদিনীপুরের বাসিন্দা৷ শিশুটি বয়স যখন ৪০ দিনে, তখন শ্বাসকষ্টের কারণে ভর্তি করা হয় পার্কসারকাসে এর ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে৷ করোনা হয় করোনা পরীক্ষা৷ রিপোর্ট আসে পজেটিভ৷ পরিস্থিতি অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়৷ এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে শিশুটি৷ পরে করোনা রপোর্ট পজেটিভ আসে৷ আজ ৬৩ দিনের ওই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ তার বাবা-মা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর৷

জানা গিয়েছে, শিশুর জন্মের ৪০ দিনের মাথায় করোনা সংক্রমণ নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় শিশুকে৷ সংকটজনক পরিস্থিতি থাকায় শিশুকে ভেন্টিলেশনে দিতে হয়৷  ভেন্টিলেশনে দেওয়ার পর লড়াই চলে টানা এক সপ্তাহ৷ এত কম বয়সে করোনা আক্রান্ত ও ভেন্টিলেশনে রেখে শিশুর চিকিৎসা ছিল যথেষ্ট কঠিন৷ সমস্ত চ্যালেঞ্জ পেরিয়ে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকে শিশুটি৷

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত এত কম বয়সের শিশুকে আগে কখনও ভেন্টিলেশনে সাপোর্ট দিতে হয়নি৷ এমন কোনও ঘটনার রাজ্য বা দেশে নজির নেই বলেও মত চিকিৎসকদের৷ দীর্ঘ চিকিৎসার পর ৬৩ দিনের শিশু করোনা মুক্তি হয়ে আজ মায়ের কোলে ফিরে গিয়েছে বাড়িতে৷ কঠিন চিকিৎসায় সফল হলেও স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত চিকিৎসকরা৷ শিশুর পরিবারের মুখে হাসি দেখে তৃপ্তি পেয়েছেন চিকিৎসকরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =