কলকাতা: করোনা আবহে বেসরকারি হাসপাতালগুলিতে থেকে নার্সদের ইস্তফা দেওয়া হিড়িক পড়ে গিয়েছে৷ গোটা বাংলাজুড়ে গতকাল মণিপুরের ১৮৫ জন নার্স ইস্তফা দিয়েছিলেন৷ আজ ভিন রাজ্যের থেকে আসা বাংলায় কর্মরত ১৬৯ নার্স ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর৷
জানা গিয়েছে, মণিপুরের পর এবার রাজ্য ছাড়লেন আরও ১৬৯ জন ভিন রাজ্যের নার্স৷ বেসরকারি হাসপাতাল থেকে নার্সদের গণহারে ইস্তফা দেওয়ার ঘটনায় লাটে উঠতে চলেছে চিকিৎসা পরিষেবা৷ আজ নতুন করে মণিপুরের ৯২ জন, ত্রিপুরার ৪৩ জন, ওডিশার ৩২ নার্স ইস্তফা দিয়েছেন৷ ইতিমধ্যেই বাংলা ছেড়ে গিয়েছেন ঝাড়খণ্ডের আরও দু’জন নার্স৷
গতকাল মণিপুরের ১৮৫ জন নার্স গণহারে নিজেদের চাকরি ছেড়ে বেরিয়ে যান৷ ইতিমধ্যেই তাঁরা তাঁদের রাজ্যের সরকারি হাসপাতালে কাজে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন৷ অনেকেই ইস্তফা না দিয়েও নিজেদের রাজ্যে ফিরে চলে গিয়েছেন৷ ভিন রাজ্যের নার্সদের গণইস্তফা দেওয়ায় চরম বিপাকে পড়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ৷
বাংলা ছেড়ে নিজেদের রাজ্যের পথে হাঁটতে চলেছেন ইইডিএফের ৪৪ জন নার্স৷ বাংলা ছেড়ে চলে যাচ্ছেন আমরি হাসপাতালের ৬৭ জন নার্স৷ বাংলা ছাড়ছেন ডিসান হাসপাতালে ১৬, পিয়ারলেস হাসপাতালের ৬ জন নার্স৷ আর তার জেরে লাটে উঠেছে বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা৷
কিন্তু কেন তাঁরা হঠাৎ চাকরি ছেড়ে দিলেন? জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যের সরকারের তরফে এই সমস্ত নার্সদের নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে সরকারিভাবে তাঁদের নিয়োগের ব্যবস্থা করেছে৷ কোনও প্রশাসনিক আধিকারিককে না জানিয়ে আচমকা বিভিন্ন রাজ্যের সরকারের এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছে কলকাতার বেসরকারি একাধিক হাসপাতাল৷ সূত্রের খবর, পদত্যাগী নার্সরা নিজের রাজ্য ফিরে গিয়ে সরকারি হাসপাতালে কাজে গিয়ে যোগ দেবেন৷ করোনা পরিস্থিতির জেরে নার্সদের অভাব তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে৷ এবার সেই চাহিদা মেটাতে বাংলায় কর্মরতদের তুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷