দিঘা: ‘রাখে হরি মারে কে’! প্রচলিত প্রবাদকে সত্যি করে রাতারাতি কোটিপতি হলেন দিঘার এক ট্রলার ব্যবসায়ী। প্রায় এক কোটি টাকার তেলিয়া ভোলা বিক্রি করলেন। কলকাতা এক ব্যবসায়ী মাছগুলি কিনে নেন। ওই মাছ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলে জানা গিয়েছে।
ঘন ঘন নিম্নচাপ, এদিকে আবার করোনা আবহে কারণে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন মাছ ব্যবসায়ী থেকে ট্রলার মালিকেরা। অনেকের আবার ব্যবসা বন্ধের মুখে। এমন সময় রাতারাতি কোটিপতি হলেন ‘মা বাসন্তী’ নামে ট্রলারের মালিক চন্দন প্রধান। স্থানীয় সূত্রের খবর, দিন কয়েক আগে ‘ মা বাসন্তী ‘ নামে ওই ট্রলারটি সমুদ্রে মৎস্য শিকারে বেরিয়েছিল।
মৎস্য শিকারের সময় মৎস্যজীবীদের জালে ৩৩ টি বড় মাপের তেলিয়া ভোলা উঠে আসে। মঙ্গলবার সকালে মাছগুলি বিক্রির জন্য দিঘা মোহনায় আরতে নিয়ে আসেন ট্রলার মালিক চন্দন প্রধান। এদিন দিঘার মৎস্য ব্যবসায়ী শ্যামসুন্দর দাস কাছে মাছগুলি বিক্রি করার জন্য নিয়ে আসেন ওই ট্রলার মালিক। প্রতি কেজি ১৩ হাজার টাকায় কলকাতার এক ব্যবসায়ী কিনে নেন। ৯০ লক্ষ টাকার বেশি দামে মাছ কিনে নেন।
দিঘা মোহনা এক মৎস্য ব্যবসায়ী তপন ওঝা বলেন, ‘‘দিঘা মোহনার আড়তে ৩৩ টি তেলিয়া ভোলা বিক্রি করার জন্য নিয়ে আসেন এক ট্রলার মালিক। ৯০ লক্ষ টাকার বেশি দামে সেই মাছগুলি কিনে নেন কলকাতার এক ব্যবসায়ী৷’’ মাছ কেনার সময় সেখানে মানুষের ভিড় জমে গিয়েছিল৷ কারণ, কি এমন মাছ, যা কিনতে ব্যবসায়ী এক কোটি টাকা হব্যয় করলেন৷ জানা গিয়েছে, ওই মাছের তেল থেকে তৈরি হবে জীবনদায়ী ওষুধ৷