লক্ষ্য বাংলা! ভোটের প্রচারে কংগ্রেসের ৩০ তারকা প্রচারক!

লক্ষ্য বাংলা! ভোটের প্রচারে কংগ্রেসের ৩০ তারকা প্রচারক!

কলকাতা: একুশের ভোটের উত্তাপে তত্ত্ব বাংলা৷ শুরু হতে চলেছে ৮ দফায় বাংলার নির্বাচন৷ প্রথম দফার মনোনয়নপত্র ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে৷ তুঙ্গে নির্বাচনী প্রচার৷ একুশের নির্বাচনে নীলবাড়ি দখলের লক্ষ্যে শাসক-বিরোধী শিবির কোমর বেঁধেছে৷ তৃণমূল-বিজেপির মধ্যে মূল লড়াই দেখা গেলেও বিনা যুদ্ধে মেদিনী ছাড়তে নারাজ সংযুক্ত মোর্চা৷ বাংলায় হারানো মাটি ফিরে পাওয়ার লক্ষ্যে এবার প্রচারে ঝাঁপাতে চলেছে জাতীয় কংগ্রেস৷

রাজ্যের ভোট মোট ৩০ জন প্রচারকের নাম ইতিমধ্যে প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস৷ জাতীয় স্তরের মুখদের নিয়ে বাংলায় প্রচারে নামবে কংগ্রেস৷ বাংলায় প্রচারের তালিকায় রয়েছেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর নাম৷ সঙ্গে থাকছেন মনমোহন সিং৷ এছাড়া তালিকায় রয়েছে শচীন পাইলট, নভজ্যোৎ সিং সিধু, আজহারউদ্দিনের নাম চূড়ান্ত করা হয়েছে৷ খুব দ্রুত তারকার প্রচারকরা বাংলায় নির্বাচনী ময়দানে প্রচার করতে আসবেন সংযুক্ত হয়ে৷ এবারের বাংলা ভোটে বাংলায় প্রিয়াঙ্কা গান্ধী যে আসবেন, সেই সংক্রান্ত প্রতিবেদন আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷

অন্যদিকে বিরোধীর তরফে ৩০ জনের তারকা প্রচারক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে৷ সেখানে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে হালে বিজেপিতে যোগদান করা বলিউডের তারকারাও৷ এবার কংগ্রেস ও বিজেপির ৩০ জনের তারকা প্রচারকের নাম ঘিরে ইতিমধ্যেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − five =