উত্তরাখণ্ডের তুষারধসে নিখোঁজ বাংলার ৩ শ্রমিক, পাশে থাকার আশ্বাস সরকারের

উত্তরাখণ্ডের তুষারধসে নিখোঁজ বাংলার ৩ শ্রমিক, পাশে থাকার আশ্বাস সরকারের

কলকাতা: তুষারধসে নিখোঁজ পশ্চিমবঙ্গের তিনজন। এমনটাই খবর রাজ্য সরকার সূত্রে। মমতা বন্দোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

রবিবার উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি গ্রামের হিমবাহ গলে ভয়াবহ তুষারধসের দুর্ঘটনায় শোকোস্তব্ধ গোটা ভারত। ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুততার সঙ্গে তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তরাখণ্ডের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ২০০-এরও বেশি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ১৮ জনের মৃতদেহ।

সোমবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হল, উত্তরাখণ্ডের দুর্ঘটনায় নিখোঁজ ছিল তিনজন। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চক দ্বারিকবেরিয়া গ্রামের সুদীপ গুড়িয়া, লালু জানা এবং বুলু জানা তুষারধসের পর থেকেই নিখোঁজ বলে জানা গিয়েছে। এরা প্রত্যেকেই ঋষি গঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন। রবিবারের ঘটনার পর থেকেই এদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের পাশে থাকার ও সহায়তার সবরকম আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *