সম্পত্তি মামলায় ED-কে যুক্ত করার নির্দেশ, পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাই কোর্টে তিন মন্ত্রী

সম্পত্তি মামলায় ED-কে যুক্ত করার নির্দেশ, পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাই কোর্টে তিন মন্ত্রী

933792d79cb9492e9a170ea980a775af

কলকাতা:  তৃণমূল নেতাদের সম্পত্তিবৃদ্ধি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে হাই কোর্টে রাজ্যের তিন মন্ত্রী। পাশাপাশি এই মামলায় দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্কবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণও করেছেন তাঁদের আইনজীবী। এ প্রসঙ্গে লিখিত বিবৃতি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। 

আরও পড়ুন- ‘সব পাশ করেছে, সার্টিফিকেট আছে’, হাসপাতালে যাওয়ার পথে মেয়েকে নিয়ে মুখ খুললেন অনুব্রত

২০১১ সালে ক্ষমতায় আসার পর পাঁচ বছরের মধ্যে তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি ফেঁপেফুলে উঠেছে৷ কী ভাবে সম্পত্তির এই শ্রীবৃদ্ধি, তা খতিয়ে দেখুক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)৷ সম্প্রতি হাই কোর্টে এমনই আর্জি জানানো হয়েছিল। সেই মামলায় ইডিকেও জুড়ে দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সমবায় মন্ত্রী অরূপ রায় এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁদের আবেদন, সম্পত্তি মামলায় ইডিকে পক্ষ করার যে নির্দেশ দেওয়া হয়েছে, তা দ্রুত পুনর্বিবেচনা করুক আদালত। তাঁদের আবেদন, রাজ্যে লোকায়ুক্ত আছে, তাই এই মামলার বিচার সেখানেই হোক। উচ্চ আদালত যেন সেই নির্দেশ দেয়।