আরজি করে ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে এই তিন! CBI নজরে কারা?

কলকাতা: আদালতের নির্দেশে দু’সপ্তাহ আগেই আরজি কর মামলার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই-এর হাতে গিয়েছে৷ কিন্তু, এখনও পর্যন্ত সিবিআই তদন্তে তেমন অগ্রগতি দেখা যায়নি৷…

RG Kar CCTV Footage RG Kar CCTV some suspects identified

কলকাতা: আদালতের নির্দেশে দু’সপ্তাহ আগেই আরজি কর মামলার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই-এর হাতে গিয়েছে৷ কিন্তু, এখনও পর্যন্ত সিবিআই তদন্তে তেমন অগ্রগতি দেখা যায়নি৷ তবে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, আরজি কর ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে রয়েছে তিন মাথা! তবে এই তিনজন সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা প্রমাণসাপেক্ষ। তবে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায়  তথ‌্য চাপা দেওয়া থেকে, একমাত্র ধৃত সঞ্জয় রায়কে বাঁচানো ও প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে৷ আর এই অভিযোগকে সাননে রেখেই  ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছে সিবিআই।

 

সিবিআই-এর অনুমান, এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন আরজি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ‌্যক্ষ সন্দীপ ঘোষ, কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত৷ এছাড়াও সিবিআই ব়্যাডারে রয়েছে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসক৷ সম্ভবত প্রমাণ লোপাটে ভূমিকা থাকতে পারে তার৷ সত্যিই প্রমাণ লোপাট হয়েছে কিনা, তা জানতে ফরেন্সিক টেস্ট করা হচ্ছে৷ ধৃত ও সন্দেহভাজনদের পলিগ্রাফ টেস্টও করা হচ্ছে৷