কলকাতা: অবশেষে এল সুখবর৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন করানো আক্রান্ত বাংলার তিন রোগী৷ করোনা আক্রান্ত হয়ে প্রথম দিকে যে তিন রোগী ভর্তি হয়েছিলেন, তাঁরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন৷ করোনা আক্রান্ত আমলা পুত্র, বালিগঞ্জের বিলেত ফেরত যুবকের বাবা ও হাবড়ার স্কটল্যান্ড ফেরত তরুণী সুস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে৷ করোনা আক্রান্ত তিনজনের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর৷
রাজ্যে তৃতীয় করোনা আক্রান্ত বালিগঞ্জের যুবকের বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে৷ বিলেত ফেরত ওই যুবককে সংস্পর্শে এসে তাঁর বাবা, মা ও বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত হন৷ কিন্তু, তার মধ্যে বালিগঞ্জের যুবকের বাবা পেশায় ব্যবসায়ী তিনি অসুস্থ হয়ে উঠছেন৷ তাঁদের দ্বিতীয় দফার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর৷ পাশাপাশি হাবড়ার বাসিন্দা স্কটল্যান্ড ফেরত তরুণী তিনি বেলেঘাটা আইডি আসলে ভর্তি ছিলেন৷ তাঁর নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে৷
অন্যদিকে, বাংলার প্রথম করোনা আক্রান্ত বিলেত ফের আমলা-পুত্র যুবক সুস্থতার পথে এগোচ্ছেন৷ গতকাল আমলা পুত্রের নমুনা সংগ্রহ করা হয়৷ আজ সেই ফলাফল নেগেটিভ এসেছে৷ দ্বিতীয় দফার পরীক্ষায় ওই যুবকের নমুনা রিপোর্ট নেগেটিভ এলে তাঁর সুস্থতা নিশ্চিত করা যাবে বলে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর৷
গত ১৭ মার্চ বিলেত ফেরত নবান্নের উচ্চপদস্থ আমলা পুত্রের শরীরে করোনা ভাইরাসে সন্ধান মেলে৷ বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়৷ রাখা হয় আইসোলেশনে৷ দীর্ঘ চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে৷ গত শনিবারের পর থেকে ওই যুবকের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে৷ বেলেঘাটা আইডি সূত্রে খবর, আমলা পত্রের দ্বিতীয় নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি৷ আগামীকাল আরও এক দফায় পরীক্ষা হবে ওই তরুণের৷ সেই রিপোর্ট নেগেটিভ এলেও আগামী দু’সপ্তাহ তাঁকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা৷ তৃতীয় দফার রিপোর্ট নেগেটিভ হলে আমলা পুত্রের সুস্থতা নিশ্চিত করতে পারবেন চিকিৎসকরা৷
কেননা, করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পরপর দুটি নমুনার রিপোর্ট নেগেটিভ আসলে তাঁদের আরও দু’সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হয়৷ দ্বিতীয় ও তৃতীয় ফলাফল দেখার পর দু’সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ছুটি দেওয়ার বিষয়ে গাইডলাইন রয়েছে৷ সেই গাইডলাইন অনুযায়ী আপাতত আমরা পুত্রের ক্ষেত্রেও তা কার্যকর করা হবে৷ আগামীকালও আরও এক দফায় নমুনা পরীক্ষা করা হবে৷ তাতে যদি নেগেটিভ আসে, তাহলে ধরে দেওয়া হবে, রাজ্যে প্রথম কোন আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন৷ তবে, ওই করোনা আক্রান্ত বিলেত ফেরত আমলাপুত্রের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে কম বিতর্ক হয়নি৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্যের প্রশাসনিক সদরদপ্তরে জীবাণু নাশের কাজ করা হয়৷ কাড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী নিজেও৷