কলকাতা: শিয়রে পুরসভা নির্বাচন৷ তার আগে দলের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে রণকৌশল বৈঠক করলেন ভোট গুরু প্রশান্ত কিশোর৷ তৃণমূল কাউন্সিলরদের ধরে ধরে রিপোর্টকার্ড প্রকাশ তৃণমূল নেতৃত্বের৷ প্রশান্ত কিশোরের তৈরি করা কাউন্সিলরের বিরুদ্ধে রিপোর্টে সিলমোহর তৃণমূল শীর্ষ নেতৃত্বের৷
সামনেই পুরসভা নির্বাচন৷ তার আগেই আজ কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রশান্ত কিশোরের টিম৷ সূত্রের খবর, আজ বৈঠকে কাউন্সিলরদের কড়া বার্তা দেওয়া হয় দলের তরফে৷ সাফ জানিয়ে দেওয়া হয়, অনেকেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন না৷ ভোলা কাজ না করলে দল টিকিট দেবে না৷ আর টিকিট নিয়ে বিদ্রোহ দেখালে তাঁরা আজ দল ছেড়ে যেতে পারেন বলেও পুরভোটের আগে কাউন্সিলরদের চরম বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷
সূত্রের খবর, প্রশান্তের রিপোর্ট বলছে, দলের ৩০ শতাংশ কাউন্সিলরের ভাবমূর্তি ভালো নয়৷ কাজের খতিয়ান দেখে পরবর্তীকালে টিকিট দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ভোট গুরু প্রশান্ত কিশোর দলের কাউন্সিলরদের মিটিংয়ে অংশ নেন৷ সেখানে দলীয় কাউন্সিলরদের রিপোর্ট প্রকাশ করা হয়৷ দেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা৷ রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, কাউন্সিলরদের বড় অংশ ব্যবহার ঠিক নয়৷ তাঁরা সাধারণ মানুষের সঙ্গে তারা ঠিকঠাক জনসংযোগ করতে পারছেন না৷ কমপক্ষে ৩০ শতাংশ কাউন্সিলর ইমেজ নিয়ে প্রশ্ন রয়েছে৷
একইসঙ্গে সাফ জানানো হয়েছে, টিকিট পাওয়ার জন্য দলের অন্দরে কোন গন্ডগোল করা যাবে না৷ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পুরসভার নির্বাচন করতে হবে৷ বর্তমান কাউন্সিলরা টিকিট পাবেন কী না, তা পুরোপুরি নির্ভর করবে দলের উপর৷ টিকিট না পেয়ে যদি কেউ মনে করেন, তিনি দলকে ব্ল্যাকমেল করবেন, দলে ভাবমূর্তি নিয়ে তারা প্রশ্ন তুলবেন, সেক্ষেত্রে তারা যেন আগে থেকেই দল ছেড়ে বেরিয়ে যান, তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে৷ আগামী ১৫ দিন পর ফের আরও একটি বৈঠকে ডাকা হয়েছে৷ সেখানে টিকিটের বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে৷ তবে, কোন দাদা ধরে টিকিট দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকে৷ বেশকিছু মূল্যায়নের পরিপ্রেক্ষিতে টিকিট বিলি করা হবে বলে বলেও দেওয়া হয়েছে বার্তা৷