কলকাতা: রাজ্যে আরও এক করোনা আক্রান্তের মৃত্যু৷ রোগিণীর মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ মিলেছে৷ হাওড়া হাসপাতালে রোগিণীর মৃত্যুর ঘটনায় রাজ্যে করোনায় মৃত বেড়ে দাঁড়িয়ে তিন৷ রাজ্য করোনা আক্রান্ত হয়েছেন আরও তিন জন৷ ঢাকুরিয়া, সল্টলেক, মেদিনীপুরে আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন৷ বাংলায় মোট ২৫ জন আক্রান্ত হয়েছেন৷ দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১২৫১, মৃত ৩২ জন৷ অন্যদিকে, করোনা আক্রান্ত রোগিণীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের বিরুদ্ধে অসতর্কতার অভিযোগ নার্সদের একাংশ৷
জানা গিয়েছে, গত ৬ মার্চ পরিবারের সঙ্গে ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন মৃত ওই রোগিণী৷ ১৩ মার্চ দার্জিলিং মেলে ধরে হাওড়ায় ফিরেন৷ সেখান থেকে সালকিয়ার বাড়িতে ফেরেন৷ গত বৃহস্পতিবার জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ পরিস্থিতির অবনতি রবিবার হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হন তিনি৷ করোনার লক্ষণ দেখে লালারসের নমুনা সংগ্রহ করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়৷ রিপোর্ট আসার আগেই সোমবার বিকেল নাগাদ তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুর পর করোনা রিপোর্ট পজেটিভ মেলে৷ রিপোর্ট মেলার পর ও মহিলার পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ ওই মহিলা কীভাবে সংক্রমিত হলেন, তিনি কাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তার তালিকা তৈরির কাজ চলছে৷
করোনা আক্রান্ত রোগিণীর মৃত্যুর পর হাসপাতালের বিরুদ্ধে অসতর্কতার অভিযোগ তুলতে শুরু করেছেন নার্সদের একাংশ৷ নার্সদের একাংশের দাবি, রবিবার ওই মহিলাকে প্রথমে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়৷ রাতে সিসিইউতে স্থানান্তরিত করা হয়৷ করোনা সন্দেহে ভর্তি হওয়া ওই রোগিণীকে আলাদা রাখার জন্য নার্সরা অনুরোধ করলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলে অভিযোগ৷ আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নার্সদের মধ্যে৷ একই সঙ্গে করোনা আক্রান্তদের চিকিৎসা জন্য প্রয়োজনীয় সুরক্ষা পোশাক বা পিপিই দেওয়া হচ্চে না বলেও অভিযোগ তুলেছেন তাঁরা৷