পুলিশের জালে ভাদু খুনে অভিযুক্ত আরও তিন, ফের জিজ্ঞাসাবাদ মিহিলালকে

পুলিশের জালে ভাদু খুনে অভিযুক্ত আরও তিন, ফের জিজ্ঞাসাবাদ মিহিলালকে

e26b4eef49cd2d2da58a354b64952b61

রামপুরহাট:  ভাদু শেখ খুনে পুলিশের জালে আরও তিন। বুধবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় তাদের৷ ভাদু খুন হওয়ার পরেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। ধৃতদের আজ রামপুরহাট আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ ধৃত তিন অভিযুক্তর মধ্যে সঞ্জু এবং শেরার নাম আগে থেকেই এফআইআরে রয়েছে। তাদের সঙ্গে রাজা নামে আরও একজন সন্দেহভাজনকেও গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- নদীর পাড়ে পায়ের ছাপ, ডোরাকাটার ভয়ে আতঙ্কে ঝড়খালি

বুধবার ভাদুর বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল৷ ভাদুর প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারী অফিসাররা৷ পাশাপাশি নলহাটি থানার এক পুলিশ আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর৷ বুধবার শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা শেখকে মালদহ, ঝাড়গ্রাম এবং রামপুরহাট থেকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ। গত ২১ মার্চ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান  ভাদু শেখ খুনে অভিযুক্ত তারা। ভাদুর মৃত্যুর পরেই তারা গ্রাম ছেড়ে পালায়৷ এদিন আদালতে ঢোকার সময় সংবাদমাধ্যমের সামনে তারা দাবি করে, তাদের ফাঁসানো হয়েছে। ধৃত সঞ্জুর শেখের এক আত্মীয় বলেন, ‘‘ও এই ঘটনার সঙ্গে জড়িত নয়। গত এক বছর থেকে ওরা এলাকার বাইরে৷’’ 

এদিকে, আজ ফের মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাট থানার এএসআই সত্যেন্দ্রনাথ সাহাকেও তলব করা হয়। বুধবার সাঁইথিয়ার বাতাসপুর থেকে বগটুইয়ের পার্শ্ববর্তী গ্রাম কুমারড্ডার পথে রওনা দিয়েছেন মিহিলাল। তিনি বলেন, ‘‘আপাতত বগটুইয়ে আর কোনও আতঙ্ক নেই। তবে ভবিষ্যতে কী হবে জানা নেই৷ আপাতত বগটুইয়ের পাশের গ্রাম কুমারড্ডায় এক আত্মীয়ের বাড়িতেই থাকব। মেয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছে। ছেলে ইব্রাহিমকে মানুষ করতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। ঘরবাড়ি ঠিক হওয়ার পর বগটুইতে ফিরব।’’