3 children
বাঁকুড়া: বাড়ির পাশে খেলছিল তিনজন শিশু। কিন্তু মুহূর্তের মধ্যে তাদের জীবন শেষ হবে কে জানত। আচমকা বাড়ির দেওয়াল ভেঙে পড়ল তাদের ওপর। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল তাদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতের সবার বয়স ৩-৫ বছরের মধ্যে।
শুক্রবার বিকেলের পর থেকে কলকাতা সহ বিভিন্ন জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বাঁকুড়াতেও একই অবস্থা। তবে শনিবার সকালে বৃষ্টি একটু কম হওয়ায় বাড়ির পাশেই খেলছিল তিন শিশু। কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে বাড়ির মাটির দেওয়াল আলগা হয়ে যাওয়ার ফলে হঠাৎ তা ধসে পড়ে। তাতে চাপা পড়ে তিন শিশুই। আচমকা জোর আওয়াজে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। ভেঙে পড়া মাটির বাড়ির ধ্বংসস্তুপ থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা চলান তাঁরা। কিছু ক্ষণ পর তিন জনকেই উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে তাদের দেহে আর প্রাণের অস্তিত্ব ছিল না।
প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদিও ঝড়়ের তেমন আশঙ্কা নেই। মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷