চুলের ব্যবসার যোগ! বিশ্বভারতীর পড়ুয়া অপহরণকাণ্ডে গ্রেফতার ৩

চুলের ব্যবসার যোগ! বিশ্বভারতীর পড়ুয়া অপহরণকাণ্ডে গ্রেফতার ৩

viswabharati

বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক বিদেশি পড়ুয়ার অপহরণের ঘটনায় তোলপাড় রাজ্যে। তবে ঘটনার একদিনের মধ্যে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ধৃতরা সকলেই বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা। আজই তাদের আদালতে তোলা হয়েছে বলে খবর। কী কারণে এই ঘটনা ঘটেছে তাও জানতে পেরেছে পুলিশ। 

শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন মায়ানমারের ওই ছাত্র। ঘটনার দিন সাত থেকে আটজন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই ভাড়া বাড়িতে চড়াও হয় এবং তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পুলিশি তদন্তে উঠে এসেছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা দুবরাজপুরের চুল ব্যবসায়ী এবং যে ছাত্র অপহৃত সেও একই ব্যবসা করত! টাকার লেনদেনের বিষয়ে তাদের মধ্যে ঝামেলা হওয়ার কারণেই এই ঘটনা। কিন্তু এখনও পর্যন্ত অপহৃত ছাত্রের কোনও খোঁজ পায়নি পুলিশ। তবে দ্রুত তাঁকে খুঁজে বের করতে তারা সক্ষম হবে বলেই দাবি করা হয়েছে। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতে পিএইচডি করছেন ওই ছাত্র। জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে চুলের ব্যবসায় ৬ কোটি টাকা লেনদেনের কথা ছিল। মায়ানমারের ওই ছাত্র সাড়ে ৫ কোটি টাকা দিলেও বাকি ৫০ লক্ষ দিচ্ছিল না। সেই টাকা ফেরতের ইস্যু নিয়েই গণ্ডগোল বাঁধে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − nine =