নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা: কথায় বলে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। দুধ কলা মিলছিল কিনা জানা নেই তবে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার রথতলা গ্রামে প্রভাকর মণ্ডল কিন্তু নিজের অজান্তে কালসাপ পুষছিলেন। একটি দুটি নয় প্রায় ২৭টি সাপের পরিপাটি সংসার ছিল তার বাড়ি উঠোনে। একেবারে ছানা পোনা সমেত দিব্যি ঘাঁটি গেড় বসেছিলেন মা মনসার বাহন সর্প দম্পতি।
স্থানীয় সূত্রে জানা গেছে রথতলা গ্রামের বাসিন্দা প্রভাকর মণ্ডল ও তার ছেলে দীপঙ্কর মণ্ডল বাড়ির সামনে উঠোনের ঘাস পরিস্কার করছিলেন। হঠাৎই ফোঁস ফোঁস শব্দ শুনে তারা অনুসন্ধান করতে থাকেন। চারদিকে তারা খোঁজখুঁজির পর প্রভাত মণ্ডল ও তার ছেলে দীপঙ্কর দেখতে পান ২ টি প্রায় ৫ ফুট লম্বা বড় কেউটে সাপ। বুদ্ধি করে বড় ২ টি কেউটে সাপকে কোন মতে ধরে মাটির কলসির মধ্যে ঢুকিয়ে দেন তারা এবং কলসির মুখ নেট জাল দিয়ে বেঁধে দেন। কিছুক্ষণ পরে তারা আবার সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। প্রভাত এবং দীপঙ্কর আবার খোঁজাখুজি করে এবার দেখতে পান বাড়ির সামনে বাগানের পরিত্যক্ত ড্রামে অনেকগুলি বিষাক্ত কেউটে সাপের বাচ্চা।
খবর ছড়িয়ে পড়তে গ্রামের মানুষ ভীড় জমাতে থাকে তাদের বাড়িতে। গ্রামের কেউ কেউ প্রচলিত ধারণা অনুযায়ী আশঙ্কিত হয়ে সাপগুলিকে মেরে ফেলার কথা বলতে শুরু করেন। কিন্তু প্রভাত মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল প্রতিবাদ করে বলেন সাপ মারা যাবে না। সাপ মারা আইনত অপরাধ। তারা বন দফতরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীরা ২৫টি কেউটে সাপের বাচ্চা এবং ২ টি বড় কেউটে সাপ উদ্ধার করে নিয়ে যান রামগঙ্গা ফরেস্ট ক্যাম্পে। বন দফতর জানায় সাপগুলি সুস্থ রয়েছে। ওগুলিকে নিরাপদ এলাকা দেখে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।