মালদহ: আবারও পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবানি কলকাতা গামী এক্সপ্রেস ট্রেনের s3 কামরা থেকে ২৫০টি টিয়া পাখি উদ্ধার করল মালদহ টাউন জিআরপি। জিআরপির দাবি, পুলিশের আসার আগেই পাচারকারীরা ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। যদিও অতীতে একই ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে নানা মহল থেকে উঠছে প্রশ্ন৷
মালদহ টাউন স্টেশন জিআরপি-র আইসি ভাস্কর প্রধান জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় S3 কামরা বাথরুমের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে। প্রায় 250 টি টিয়া পাখি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, খাঁচাগুলিকে বিশেষভাবে মোড়া ছিল৷ যাতে বাইরে থেকে সহজে বোঝা না যায়৷
এর আগেও জিআরপি পুলিশ যোগবানি ট্রেন থেকে 175 টি পাখি উদ্ধার করেছিল। আইসি ভাস্কর প্রধান জানান পাখিগুলি যোগবানি থেকে নিয়ে পাচারকারীরা কলকাতার বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখিগুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি মালদহ বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
যদিও প্রশ্ন উঠছে, প্রতিবারই টিয়া পাখি ধরা পড়লেও পাচারকারীরা কিভাবে পালিয়ে যাচ্ছেন৷ নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভূত৷ তাই পুলিশি হানার খবর কি আগেভাগেই পেয়ে যাচ্ছে পাচারকারীরা? পুলিশ কর্তা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে৷ তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ৷