দিঘার সৈকতে এ কী কাণ্ড? গ্রেফতার ২৫ জন পর্ষটক

দিঘার সৈকতে এ কী কাণ্ড? গ্রেফতার ২৫ জন পর্ষটক

দিঘা: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ৷ এনিয়ে উদ্বিগ্ন প্রশাসনের আধিকারিকরা। অথচ কিছুতেই হুঁশ ফিরছে না জনতার৷ তাই জনতার হুঁশ ফেরাতে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল পুলিশ৷ সৈকত নগরী দিঘায় মাস্ক না পরে ঘোরাফেরা করার অভিযোগে ২৫ জন পর্যটক যুবককে গ্রেফতার করল পুলিশ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷

ক্রমেই মাথা চাড়া দিচ্ছে করোনা৷ গত ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ১৫ জনের৷ আক্রান্ত ৫০০-রও বেশি৷ করোনার দোসর হিসেবে হাজির ডেঙ্গু৷ এহেন পরিস্থিতিতে বারংবার করোনা মোকাবিলায় আদর্শ বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ গত ক’দিন ধরে সারা রাজ্যের সঙ্গে দিঘাতেও পুলিশের তরফে বাসিন্দাদের সচেতন করতে মাইকিং করা হয়৷ তারপরেও পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু পর্যটক মাস্ক না পরে সৈকত নগরী এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন।

পুলিশের দাবি, তারপরও বাসিন্দাদের আচরণে বিশেষ কোনও পরিবর্তন দেখা যায়নি৷ এরই জেরে এদিন বিকেলে সৈকত শহর দিঘার সমু্দ্র তট ও লাগোয়া এলাকায় অভিযান চালায় পুলিশ৷ সেখানে মাস্ক পরে ছিলেন না এমন পর্যটকের সংখ্যা ২৫৷ তাঁদের সকলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়৷ যার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ অবশ্য সাফ জানিয়েছে, বাসিন্দাদের বারংবার ভালভাবে সতর্ক করা হয়েছে৷ তারপরও অনেকের মধ্যেই ন্যূনতম সচেতনতা লক্ষ্য করা যায়নি৷ তাই এই কড়া অবস্থান৷ পুলিশ জানিয়েছে, এই অভিযান এখন থেকে নিয়মিত চালানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =