কলকাতা: প্রায় ছ’বছর পর সারদা-রোজভ্যালি কেলেঙ্কারি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিতে চলছে সিবিআই৷ সারদা-রোজভ্যালি কেলেঙ্কারির জাল গোটানোর পাশাপাশি বাংলার আরও ২৫টি অর্থ লগ্নিকারী সংস্থার ওপর এবার নজর বাড়াতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ ২৫টি ছোট-বড় সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বলে খবর৷
কলকাতা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৫টি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে জনতার কষ্টার্জিত অর্থ লোপাট করার অভিযোগ উঠেছে৷ প্রতারিত হয়েছেন হাজার হাজার মানুষ৷ টাকা ফেরতের দাবিতে ২০১৩ সালে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়৷ সেই সমস্ত অভিযোগইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসে গিয়েছে৷ ওই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত৷ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, ওই সমস্ত অর্থ লগ্নিকারী সংস্থাগুলির কর্ণধাররা সাধারণ জনতার টাকা লোপাট করে বেপাত্তা হয়ে গিয়েছেন৷ তাঁদের খোঁজও শুরু হয়েছে৷ পুলিশের নজর এড়িয়ে কীভাবে ওই সমস্ত অর্থ লগ্নিকারী সংস্থাগুলির কর্ণধাররা বেপাত্তা হয়ে গেলেন? তাও নজরে রয়েছে সিবিআইয়ের৷
জানা গিয়েছে, ফিউচার মার্গ রিয়েলিটি, এমপিবি মার্কেটিং, আরটিসি রিয়েল ট্রেড, ইউনিয়ন অ্যাগ্রোটেক লিমিটেড, এক্সপ্রেস কালটিভেশন, রেভেলিউশন মার্কেটিং, হাসপার ম্যাক্রো ফিনান্সের কর্তারা গেয়ব হয়ে গিয়েছেন বলে খবর৷ এছাড়া মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, কোচবিহারেও হাজার হাজার অভিযোগ পেয়েছে সিবিআই৷
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালে সারদা-মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই৷ ৩৯৩টি অভিযোগ সিবিআইয়ের কাছে পৌঁছায়৷ ৭৮টি অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সিবিআই৷ দীর্ঘ প্রায় ৬ বছরে কয়েকটি চার্জশিটও পেশ করেছে সিবিআই৷ প্রথমে এই মামলা ছিল সিআইডির হাতে৷ ২০১৪ সালের ৯ মে ৫৭৮টি লগ্নি সংস্থার নয়ছয় সংক্রান্ত অভিযোগ সিবিআইকে দিয়েছিল৷ সারদার পাশাপাশি ৫৭৮টি মামলার মধ্যে ১৬৩টি অভিযোগের তদন্ত এখনও শেষ করতে পারেনি সিবিআই৷ ১০২টি অভিযোগে এফআইআর করার ভাবনা রয়েছে সিবিআইয়ের৷ ১০২টি মামলার মধ্যে ২০টি স্থানীয় থানায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে বলে খবর৷ বাকি রয়েছে ৮২টি মামলা৷ চলতি বছর শেষে তা শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে সিবিআইয়ের৷ মূলত ছোট লগ্নি সংস্থার বিরুদ্ধে৷ কম করে হলেও ২০০ কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে সেখানে৷