ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নবান্নে চালু 24×7 টোল ফ্রি নম্বর!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নবান্নে চালু 24×7 টোল ফ্রি নম্বর!

 

কলকাতা: আসন্ন ঘূর্ণিঝড় যশের সতর্কতায় রাজ্য সরকার সমুদ্র উপকূলবর্তী এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুর্যোগ মোকাবিলায় কী ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে, তা নিয়ে বিপর্যয় মোকাবিলা, কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন সংস্থার আধিকারিক সহ সব জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করেন৷

নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিটি দফতরের সঙ্গে সমন্বয় রেখে একটি সুসংহত পরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছেন বলে নিজেই টুইট করে জানিয়েছেন৷ দ্রুত ত্রাণ এবং পুনর্বাসনে জোর দেওয়া হয়েছে৷  সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, নবান্নের পাশে উপান্নে সবসময়ের জন্য একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ যার টোল ফ্রি নম্বর হল ১০৭০। এছাড়াও ০৩৩-২২১৪৩৫২৬ নম্বরে ফোন করা যাবে। ক্ষতিগ্রস্ত এলাকায় খুব দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কুইক রেসপন্স টিমকে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *