নয়াদিল্লি: বিরোধী দলগুলির বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করা হচ্ছে৷ এই অভিযোগ তুলে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূলের ১০ প্রতিনিধির একটি দল।
কমিশনের কাছে নিজেদের অভিযোগ এবং দাবি জানানোর পর তাঁরা বাইরে ধর্নায় বসেন৷ ২৪ ঘণ্টা সেই ধর্না চলবে বলেও তৃণমূলের তরফে জানানো হয়৷ কিন্তু, তাঁরা ধর্না শুরুর কয়েক মিনিট পরেই আসরে নামে দিল্লি পুলিশ। তাঁরা উঠতে রাজি না হওয়ায় একে একে তাঁদের টেন হিঁচড়ে বাসে তোলা হয়৷
ভূপতিনগরে এনআইএ-র ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে আজ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিল তৃণমূল। বিকেল ৪টের সময় তাঁদের সময় দেওয়া হয়। সেই মোতাবেক সময় মতোই কমিশনের দফতরে পৌঁছে যান ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্ত, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস এবং সুদীপ রাহা।
কমিশনের দফতর থেকে বেরিয়ে দোলা বলেন, ‘‘আমরা কমিশনকে শ্রদ্ধা করি৷ আমরা চাই, সমান মাঠে খেলা হোক৷ বিজেপির জমিদারি বন্ধ করতে হবে। আমাদের দাবি, চার কেন্দ্রীয় সংস্থার প্রধানকে বদল করা হোক। যাতে বিজেপি ওঁদের খেলার অস্ত্র ভাবতে না পারে।’’