Aajbikel

বজবজের কারখানা থেকে উদ্ধার ২০০০০ কিলো বাজি! বিস্ফোরণের তদন্তে নেমে গ্রেফতার ৩

 | 
baji

বজবজ:  দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় রবিবার সন্ধ্যায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা ঘটে৷ সেই ঘটনার তদন্তে নেমে উদ্ধার ২০ হাজার কেজিরও বেশি বাজি! উদ্ধার হওয়া বাজি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ সূত্রের খবর, বেআইনি বাজি উদ্ধারের ঘটনায় মহেশতলা এলাকার থেকে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে।

রবিবারের বিস্ফোরণকাণ্ডে তৎপর পুলিশ প্রশাসন। ডিএসপি (ইন্ডাস্ট্রিয়াল) নিরূপম ঘোষের নেতৃত্বে রবিবার রাত থেকেই মহেশতলা এবং বজবজ থানার পুলিশের যৌথ উদ্যোগে সমগ্র বাজিপাড়া জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। চলছে নিষিদ্ধ বাজি উদ্ধারের কাজ। নুঙ্গি, বজবজ ও মহেশতলা এলাকার বেশ কয়েকটি বন্ধ দোকানের দরজা ভেঙে নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। রবিবারের বিস্ফোরণের ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

সোমবারের পুলিশি অভিযান ঘিরে সকাল থেকেই উত্তেজনা রয়েছে বজবজ এলাকায়। পুলিশি অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েক জন স্থানীয় ব্যবসায়ী। বাজি সংগঠনের নেতা কানাই দাসের দাবি, অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। সচেতনতার অভাবেই ছাদের উপর বাজি রাখা হয়েছিল বলে জানান তিনি।

Around The Web

Trending News

You May like