১,৬০০ জওয়ান মোতায়েন করার পরিকল্পনা! নন্দীগ্রাম ‘ঘুম ওড়াচ্ছে’ কমিশনের

১,৬০০ জওয়ান মোতায়েন করার পরিকল্পনা! নন্দীগ্রাম ‘ঘুম ওড়াচ্ছে’ কমিশনের

কলকাতা: এবারের বাংলার বিধানসভা নির্বাচনের হটসিট নন্দীগ্রাম। আগামীকাল এই কেন্দ্রে ভোট যেখানে সম্মুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ও মীনাক্ষী মুখোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্র নিয়ে এত আলোচনা হচ্ছে না যতটা নন্দীগ্রাম নিয়ে হচ্ছে এবং তার কারণ খুবই স্বাভাবিক। সেই কারণে এই কেন্দ্র নিয়ে বাড়তি তৎপরতা দেখাতে হচ্ছে নির্বাচন কমিশনকে। প্রাথমিক পর্যায়ে ঠিক করা হয়েছিল, নন্দীগ্রামে ভোটের দিন থাকতে চলেছে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এখন জানা গিয়েছে, ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা প্রায় ১৬০০ জওয়ানকে মোতায়েন করা হবে নন্দীগ্রামে! একইসঙ্গে থাকবে রাজ্য পুলিশ। ১৪৪ ধারা জারি করা নিয়ে ভাবনা রয়েছে কমিশনের। যদিও গতকাল রাত থেকে ১৪৪ ধারা জারি রয়েছে।

কমিশন সূত্রে খবর, নন্দীগ্রামের ৭৫ শতাংশ বুথকে ওয়েব কাস্টিংয়ের আওতায় রাখা হবে এবং ৩৫৫ বুথের মধ্যে ২৬৭ টি বুথে থাকবে ক্যামেরা। ভিডিও ফুটেজের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এছাড়াও আলাদা করে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। নন্দীগ্রামের নিরাপত্তা যাতে কোনভাবে বিঘ্নিত না হয় সেইজন্য কেন্দ্রীয় বাহিনী এছাড়াও সেখানে থাকছে পর্যাপ্ত সংখ্যায় ফ্লায়িং স্কোয়াড। এর পাশাপাশি থাকছে ২২ টি কুইক রেসপন্স টিম। এছাড়াও, নন্দীগ্রামে প্রবেশ পথে চলছে নাকা চেকিং পাশাপাশি ড্রোন ক্যামেরা দিয়ে চালানো হচ্ছে নজরদারি। বহিরাগত এবং অপরিচিত প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; বাইরে থেকে আসা প্রত্যেকটি গাড়িতে তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট পিকেট করে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে চলছে রুট মার্চ। 

আরও পড়ুন-  নন্দীগ্রামে ‘ব্যাটেল’ শুরু হওয়ার আগেই স্তব্ধ ইন্টারনেট, বেলাগাম সন্ত্রাসের ইঙ্গিত?

আর ২৪ ঘন্টাও বাকি নেই নন্দীগ্রামে নির্বাচন হতে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোন রকম খেদ রাখতে চাইছে না নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও আলাদাভাবে ভাবনা রয়েছে তাদের। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন যে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে নন্দীগ্রামে বহিরাগত গুন্ডা ঢুকেছে এবং জায়গায় জায়গায় টাকা বিলি করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের গাড়ি থেকে। সব মিলিয়ে ভোট পর্ব শুরুর আগেই উত্তেজনার উত্তাপে পরিপূর্ণ এবারের বিধানসভা নির্বাচনের বাংলার এপিসেন্টার, নন্দীগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *