ভোর থেকেই ধর্মতলার দিকে মিছিল শুরু, মেট্রো থেকে রেল স্টেশন সর্বত্র উপচে পড়া ভিড়

ভোর থেকেই ধর্মতলার দিকে মিছিল শুরু, মেট্রো থেকে রেল স্টেশন সর্বত্র উপচে পড়া ভিড়

f09618ae5e4f36da77e2935cd0a7298e

কলকাতা: আজ ২১ জুলাই৷ শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় পালিত হবে তৃণমূলের শহিদ দিবস৷  বৃহস্পতিবারের সভার আঁচ অবশ্য মঙ্গলবার থেকেই টের পাওয়া যাচ্ছিল। বিভিন্ন জেলা থেকে বেসরকারি বাসে চড়ে কলকাতায় আসতে শুরু করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বহু বাসের ছাদে বসেও মানুষ এসে পৌঁছেছে শহর কলকাতায়৷ পাশাপাশি, আজ সকাল থেকেই কলকাতা মেট্রো সহ হাওড়া ও শিয়ালদহমুখী ট্রেনে লক্ষ্য করা গিয়েছে উপচে পড়া ভিড়।

আরও পড়ুন- বঙ্গে দৈনিক আক্রান্ত বাড়ল? জেনে নিন আজকের কোভিড তথ্য

কবি সুভাষগামী এবং দমদমগামী  দিনের প্রথম মেট্রোতেই ছিল চোখে পড়ার মতো ভিড়৷ ভিড় চোখে পড়েছে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন চত্বরেও। কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে ইতিমধ্যেই লোক আসতে শুরু করেছে সভাস্থলের দিকে। 

গত দু’বছর করোনা পরিস্থিতিতে ২১ জুলাই পালিত হয়েছে ভার্চুয়ালি৷ তবে অতিমারির চরিত্রগত কারণের পাশাপাশি টিকাকরণের সুবাদে, করোনা নিয়ে চিন্তা খানিকটা হলেও কমেছে। তাই চেনা ছকেই মঞ্চ তৈরি হয়েছে ধর্মতলায়৷ কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে গোটা ধর্মতলা চত্বর। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির চালাচ্ছে পুলিশ৷ পাশাপাশি মোতায়েন করা হয়েছে বম্ব স্কোয়াড। একই সঙ্গে পুলিশ কুকুর এবং ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে৷